নতুন কোচ পাচ্ছেন তাসকিন-মুস্তাফিজরা

অন্য যেকোনো সময়ের চেয়ে বাংলাদেশের পেস বিভাগ এখন শক্তিশালী। পেসাররা বড় ভূমিকা রাখছেন দলে। পেস বিভাগও যথেষ্ট সমীহ জাগানিয়া। তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ, তানজিম সাকিব, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ—বাংলাদেশ জাতীয় দলে এখন পেসারদের মধ্যে প্রতিযোগিতা চলে একাদশে জায়গা পাওয়া নিয়ে।
পেসারদের মান আরও উন্নত করতে এবং তাদের ক্ষুরধার করে তুলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়োগ দিয়েছিল নিউজিল্যান্ডের আন্দ্রে অ্যাডামসকে। কিন্তু, দেড় বছরে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। ২০২৬ এর ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তি থাকলেও তা শেষ করছে বিসিবি। অ্যাডামসের সঙ্গে যাত্রা শেষে নতুন পেস বোলিং কোচও প্রায় ঠিক করেছে বোর্ড।
নিজের সময়ের বেশ আলোচিত ও সফল পেসার শন টেইটকে নিয়োগ দেওয়ার ব্যাপার প্রায় চূড়ান্ত। বিসিবি সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারও সম্মত হয়েছেন বাংলাদেশ দলের সঙ্গে কাজ করতে। খুব শিগগির আসবে আনুষ্ঠানিক ঘোষণা।

খেলোয়াড়ি জীবনে অস্ট্রেলিয়ার জার্সিতে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টিতে মাঠে নেমেছিলেন টেইট। খেলা ছাড়ার পর কাজ করেছেন পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে। সর্বশেষ বিপিএলে ছিলেন চিটাগং কিংসের প্রধান কোচ। সেই সময় বাংলাদেশি পেসারদের দেখেছেন কাছ থেকে। তার কাছে থেকে টুকটাক কৌশল শিখেছিলেন নাহিদ রানারা। এবার সেটি বড় পরিসরে শেখার পালা।