বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট নিয়ে রাতভর যা ঘটল

ব্যাপারটা অনুমিতই ছিল। বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট নিয়ে দর্শকের আগ্রহের কমতি ছিল না। তারা অপেক্ষায় ছিলেন, কখন টিকিট ছাড়া হবে। শনিবার (২৪ মে) দুপুর ১২টা অনলাইনে টিকিট ছাড়ার কথা থাকলেও তা পিছিয়ে শুরু হয় রাত ৮ টায়। এরপর থেকে ঘটে নানা কাণ্ড।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মোট ৯টি ক্যাটাগরিতে টিকিট বিক্রি শুরু করে। টিকিট বিক্রির অফিসিয়াল প্ল্যাটফর্ম টিকিফাইয়ের ওয়েবসাইটে প্রবেশ করলে দেখা যায়, কিছুক্ষণের মধ্যেই শেষ হয় ৪টি ক্যাটাগরির টিকিট। সাধারণ গ্যালারির দক্ষিণ-পশ্চিম অংশের ওপর ও নিচ এবং ক্লাব হাউজ-১ এর ওপরের অংশ ও স্কাই ভিউ অংশের সব টিকিট বিক্রি হয় অল্প সময়েই।
দর্শকরা যখন টিকিট কিনতে টিকিফাইয়ে প্রবেশ করছিল, প্রবল চাপে হঠাৎ ডাউন হয় সার্ভার। হঠাৎ বন্ধ হয় টিকিট বিক্রি। পরে জানা যায়, টিকিফাইয়ের ওয়েবসাইট শিকার হয় সাইবার আক্রমণের। বাফুফে সেটি স্বীকার করে দুঃখ প্রকাশ করে। আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানায়, আজ থেকে আবার বিক্রি শুরু হবে।

বাফুফের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, তাদের টিম ও টিকিফাইয়ের টিম রাতভর কাজ করেছে সার্ভারের সমস্যা দূর করতে এবং সাইবার আক্রমণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। সবকিছু ঠিকঠাক হলে টিকিট বিক্রির নতুন সময় জানিয়ে দেবেন তারা।