নিজের সাবেক ক্লাবের বিপক্ষে হারের পর যা বললেন মেসি

পিএসজির শেষ দিনগুলোতে গ্যালারি থেকে দুয়োধ্বনি ভেসে আসতো মেসির নামে। সুখস্মৃতি নিয়ে ফিরতে পারেননি প্যারিসের ক্লাবটি থেকে। গতকাল (২৯জুন) সাবেক ক্লাবের বিপক্ষেই মাঠে নামলেন, তবে বাঁ পায়ের জাদুকরী খেলাটা দেখাতে পারেননি। তার ১১০৯ ম্যাচের ক্যারিয়ারে গতকালই প্রথম কোনো সাবেক ক্লাবের মুখোমুখি হয়েছেন।
ক্লাব বিশ্বকাপের শেষ ষোলতে ইন্টার মায়ামির বিপক্ষে নিঃসন্দেহে পিএসজিই ছিল ফিভারিট। কিন্তু লড়াইটা যখন ফুটবলের জাদুকর মেসির দলের বিপক্ষে তখন কিছুটা হলেও জয়ের আশা রাখতেই পারেন সমর্থকরা। তবে মেসি গতকাল ছিলেন নিষ্প্রভ, নিজেকে মেলে ধরতে পারেননি। ৪-০ গোলের বড় হার নিয়েই মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।
ম্যাচ শেষে নিজের ইন্সটাগ্রাম পোস্টে মেসি লিখেছেন ‘চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে হারের মধ্য দিয়ে আজ আমাদের ক্লাব বিশ্বকাপ শেষ হলো। সেখানে এমন কিছু মানুষ ছিল যাদের আমি শ্রদ্ধা করি এবং যাদের সাথে আবার দেখা হয়ে ভালো লেগেছে। টুর্নামেন্টের শেষ ১৬-তে ওঠার স্বপ্ন পূরণ করতে পেরে আমরা সম্মানের সঙ্গে বিদায় নিচ্ছি । এখন এমএলএস এবং সামনে যা কিছু আসছে তার দিকে মনোযোগ দেওয়ার সময়...’
পিএসজি কাছে ৪-০ গোলে হেরে বিদায় নিলেও ইন্টার মায়ামির তারকা লিওনেল মেসি মনে করেন, তাদের দল একটি ভালো দৃষ্টান্ত রেখে গেছে। ইএসপিএনের একটি প্রতিবেদনে ম্যাচ পরবর্তী তার সাক্ষাৎকারের কিছু কথা তুলে ধরা হয়।
ম্যাচ শেষে মেসি বলেন, ‘ম্যাচটা নিয়ে আমরা যা ভাবছিলাম তেমনটাই হয়েছে। তারা অনেক বড় একটি দল, চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ আসরের শিরোপাজয়ী। এটা আমাদের প্রত্যাশিতই ছিল, তবুও আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি এবং আমি মনে করি, ক্লাব বিশ্বকাপের মঞ্চে আমরা একটি দৃষ্টান্ত রেখে যেতে পেরেছি।’
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলিয়ান দল পালমেইরাসের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে দুটি গোল খেয়ে ড্র নিয়ে মাঠ ছাড়ে মেসিরা। ম্যাচটি জিতলে তারা তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ বোটাফোগোকে পেত।
এ বিষয়ে মেসি বলেন, ‘পালমেইরাসের বিপক্ষে ম্যাচটা আমাদের মনে রয়ে গেছে। আমরা যখন ২-০ ব্যবধানে এগিয়ে ছিলাম, তখন মনে হচ্ছিল ম্যাচটা জিততে যাচ্ছি। কিন্তু ড্র হওয়ায় আমাদের পিএসজির মতো শক্তিশালী দলের মুখোমুখি হতে হলো, যা আরও কঠিন ছিল। তবুও আমি বলবো, এটা কোনো হতাশার বিষয় নয়—শুধু এমন একটি পরিস্থিতি, যা ভিন্নভাবে হতে পারতো। শেষ মুহূর্তে গোল খেয়ে ড্র করাটায় কিছুটা তিক্ত অভিজ্ঞতা ছিল, তবে তার বাইরেও আমরা ভালোভাবেই লড়াই করেছি।’
তবে হারের কথা ভুলে ভবিষ্যতের দিকেই নজর এখন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন তারকার। একদম শেষে তিনি বলেন, ‘এটা এখানেই শেষ। এখন আমাদের সামনে কী আছে তা নিয়ে ভাবতে হবে।’
আগামী ৫ জুলাই মেজর লিগ সকারে সিএফ মন্ট্রিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবে ইন্টার মায়ামি। একইসাথে ৩০ জুলাই থেকে শুরু হতে যাওয়া ২০২৫ লিগ কাপের প্রস্তুতি নিতে শুরু করবে মেসি-সুয়ারেজরা।