আবারও গোল উৎসব করল বার্সেলোনা

প্রাক-মৌসুম বাছাইয়ে এশিয়া সফরে এসেছে বার্সেলোনা। জাপান সফরে এক ম্যাচের পরে দক্ষিণ কোরিয়া সফর করছে হান্সি ফ্লিকের দল। প্রথম দুই ম্যাচেই রীতিমতো গোল উৎসব করেছিল কাতালানরা। শেষ ম্যাচেও একই ধারা অব্যাহত রাখল বার্সেলোনা। পুরো ম্যাচে একচেটিয়া আধিপত্য করে দক্ষিণ কোরিয়ার ক্লাব দেগু এফসিকে উড়িয়ে দিয়েছে কাতালানরা।
আজ সোমবার (৪ আগস্ট) দেগুতে প্রীতি ম্যাচে গাভির জোড়া গোলে দেগু এফসির বিপক্ষে ৫-০ গোলে জিতেছে বার্সেলোনা। ম্যাচে একবার করে জালের দেখা পেয়েছেন রবার্ত লেভানদোভস্কি ও আন্তোনি ফার্নান্দেস। বার্সার হয়ে তৃতীয় ম্যাচ খেলতে নেমে জালের দেখা পেয়েছেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাস র্যাশফোর্ডও।
দক্ষিণ কোরিয়ার দলটির বিপক্ষে বার্সার আধিপত্যের প্রমাণ দিচ্ছে পরিসংখ্যানও। পুরো ম্যাচে নিজেদের পায়ে ৭০ শতাংশের বেশি বল রাখে লেভানদোভস্কি-র্যাশফোর্ডরা। গোলের জন্য ২৯টি শট নিয়ে লক্ষ্যে রাখে ১৬টি। বিপরীতে স্বাগতিক দল মাত্র দুটি শট নিতে পারে। কিন্তু এই দুটিও ছিল লক্ষ্যভ্রষ্ট।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা বার্সার গোল পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। ২১ মিনিটে প্রথম গোল এনে দেন গাভি। মাঠের ডান দিকে বল পায়ে দারুণ কারিকুরিতে দুজনকে ফাঁকি দিয়ে ডি-বক্সের মুখে গাভিকে খুঁজে নেন ইয়ামাল। আর বল ধরে দারুণ নিচু শটে জাল খুঁজে নেন গাভি।
ছয় মিনিট পরই ব্যবধান দ্বিগুন করেন লেভানদোভস্কি। ২৭তম মিনিটে ছয় গজ বক্সের মুখে পাওয়া বল টোকায় জালে জড়ান এই পোলিশ তারকা। বিরতির আগেই জোড় গোল পূর্ণ করেন গাভি। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে ডান দিক থেকে বল আলতো করে হাওয়ায় ভাসিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন গাভি।
বিরতিতে থেকে ফিরেই স্কোর লাইন বাড়ান আন্তোনি ফার্নান্দেস। ৫৪ মিনিটে ডি-বক্সে দানি ওলমোর বাড়ানো থ্রু পাস ধরে প্রথম ছোঁয়ায় নিচু শটে জাল খুঁজে নেন ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।
এর ১০ মিনিট পরই দেগু এফসির কফিনে শেষ পেরেক মারেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সেলোনায় যোগ দেওয়া র্যাশফোর্ড। ৬৫ মিনিটে এরিক গার্সিয়ার পাস বক্সে পেয়ে ঠাণ্ডা মাথার প্লেসিং শটে বল জালে জড়ান তিনি।
প্রাক-মৌসুমের এই এশিয়া সফরের প্রথম ম্যাচে জাপানের ভিসেল কোবেকে ৩-১ গোলে হারিয়েছিল বার্সেলোনা। এরপর দক্ষিণ কোরিয়ার দল সিউল এফসিকে ৭-৩ গোলে হারিয়েছিল কাতালানরা।