বরিশালে ক্রিকেটকে ঢেলে সাজাতে নানা পরিকল্পনা

বরিশালে ক্রিকেটকে ঢেলে সাজাতে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। খেলোয়াড়দের পাশাপাশি এবার শুরু হয়েছে স্থানীয় কোচদের প্রশিক্ষণ। জাতীয় দলের খ্যাতনামা সাবেক খেলোয়াড়রা বলছেন, নতুন ক্রিকেটার তৈরিতে প্রান্তিক পর্যায় থেকে প্রতিভা খুঁজে বের করার কোনো বিকল্প নেই।
নতুন খেলোয়াড় তৈরিতে এবার আয়োজন করা হয়েছে স্থানীয় কোচদের প্রশিক্ষণ কর্মশালা। গত শনিবার থেকে কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামের ইনডোরে শুরু হয়েছে এই কর্মশালা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালা চলছে।
প্রশিক্ষণ কর্মশালার শুরুর দিনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সভাপতি মো. শাখাওয়াত হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম, মোহাম্মদ রফিক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বয়স গ্রুপ নির্বাচক হাসিবুল হোসেন শান্ত, মেহরাব হাসান অপি, বরিশাল বিভাগীয় ক্রিড়া সংস্থার সদস্য নান্নু মিয়াসহ অন্য সদস্যরা।
প্রশিক্ষণ কর্মশালার শুরুতে ক্রিকেট নিয়ে বরিশালের নানা সম্ভাবনার কথা জানান সাবেক ক্রিকেটাররা। তারা দাবি করেন নতুন খেলোয়াড় সৃষ্টিতে স্থানীয় লীগের কোনো বিকল্প নেই। তাই ভালো খেলোয়াড় তৈরিতে কোচদের প্রশিক্ষণ জরুরি হওয়ায় এই কর্মশালার আয়োজন।
প্রশিক্ষণের শুরুতে অনূর্ধ্ব ১৪, ১৬ ও ১৮-এর মধ্য থেকে স্থানীয় পর্যায়ের দক্ষ খেলোয়াড়দের বাছাই করা হয়। বাছাই করা খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ের কোচদেরও আধুনিক প্রশিক্ষণ জরুরি বলে জানান জেলা ক্রীড়া কর্মকর্তা সাইদুল ইসলাম। এই প্রশিক্ষণ কর্মশালা ধারাবাহিকভাবে চলবে বলেও জানান তিনি।
জাতীয় পর্যায়ে একমাত্র তানভির ছাড়া বরিশালকে প্রতিনিধিত্ব করার মতো বর্তমানে আর কোনো খেলোয়াড় নেই উল্লেখ করে জেলা ক্রীড়া কর্মকর্তা বলেন, ‘নিরপেক্ষ পরিবেশে সময় এসেছে বরিশালের যোগ্য প্রতিভা খুঁজে বের করা। আমরা এখন সেটাই করছি।’