অভিষেকে বাংলাদেশকে যত রেটিং দিলেন প্রবাসী ফুটবলার জায়ান

এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাইপর্ব খেলতে ভিয়েতনামে যাবে বাংলাদেশ। তবে এর আগে নিজেদের ঝালিয়ে নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলছে তারা। খেলা দুটিই হচ্ছে বাহরাইনে। সেখানে গতকাল সোমবার (১৮ আগস্ট) প্রথম ম্যাচে স্বাগতিকদের অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে পেনাল্টি থেকে গোল খেয়ে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে অভিষেক হয়েছে বাংলাদেশের দুই প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ ও তানিল সালিকের।
ম্যাচ শেষে গতকাল রাতে জায়ানের একটি ভিডিওবার্তা প্রকাশ করা হয় বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজে। সেখানে তিনি বলেন, ‘আমরা ভালো খেলেছি। তিন-চারটা ভালো সুযোগ তৈরি হয়েছিল। ম্যাচটা মোটামুটি সমান ছিল দুই দল। টিম পারফরম্যান্স ১০-এর মধ্যে ৮ দেওয়া যায়। আমরা গোলের সুযোগ পেয়েছি।’
নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট এই প্রবাসী ফুটবলার। তিনি বলেন, ‘আমি নিজেকে ১০-এর মধ্যে সাড়ে সাত দেবো। কিছু ভালো অ্যাসিস্ট ছিল, চেষ্টা করেছি ভালো খেলতে।’
এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাইপর্বে ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি নিয়ে তিনি বলেন, ‘ভিয়েতনামের বিপক্ষে ম্যাচের জন্য আমরা অনেক কষ্ট করেছি—অনুশীলন করেছি, ভিডিও দেখেছি, মিটিং করেছি। আমাদের দলটা ভালো, সবাই মেধাবী।’
অ-২৩ দলের এই ম্যাচটি ফিফার টায়ার-২ স্বীকৃতি পেয়েছে। অভিষেক হওয়া প্রবাসী দুই ফুটবলারের মধ্যে ডিফেন্ডার জায়ান আহমেদ শুরু থেকেই মাঠে নামেন। তবে তানিল সালিককে অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়ার্ধ পর্যন্ত। কোচ সাইফুল বারী টিটু তাকে মাঠে নামান বদলি হিসেবে।
বাহরাইনে অনুষ্ঠিত ম্যাচটি ছিল ক্লোজড ডোর। বাফুফে আনুষ্ঠানিকভাবে ম্যাচের ফলাফলও প্রকাশ করেনি। তবে গতকাল রাতেই বাফুফে নিজেদের ফেসবুক পেজে যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদের ভিডিও পোস্ট করেছে। আজ তারা ম্যাচের বিভিন্ন মুহূর্তের ছবিও দিয়েছে ফেসবুক পেজে।