এবার অস্ট্রেলিয়ার রাজ্য দলের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ ‘এ’ দল

বাংলাদেশ ‘এ’ দল অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি খেলতে গিয়েছিল জয়ের স্বপ্ন নিয়ে। কিন্ত সেখান থেকে ফিরেছে ভরাডুবি নিয়ে। টুর্নামেন্টে ১১ দলের মধ্যে নবম হয় তারা। টুর্নামেন্টটিতে অস্ট্রেলিয়ার রাজ্য দলগুলোর বিপক্ষেও হেরেছে ‘এ’ দল। এবার টেস্টেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশ।
ডারউইনে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের একটি টেস্ট ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচটি ইনিংস ও ১২ রানে হেরেছে মাহিদুল-ইয়াসিররা।
আগামী বছর অস্ট্রেলিযার মাটিতে দুটি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের। তবে বাংলাদেশ সেই কন্ডিশনের সঙ্গে পরিচিত নয়। মূলত কন্ডিশনের সঙ্গে পরিচিত হতেই অস্ট্রেলিয়ার রাজ্য দল ও শেফিল্ড শিল্ড চ্যাম্পিয়ন সাউথ অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ ‘এ’ দল।
ডারউইনে ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১১৪ রানে অলআউট হয় বাংলাদেশ ‘এ’ দল। ব্যাটিং ব্যর্থতায় ৬৬ রানে ৯ উইকেট হারায় তারা। তবে শেষ উইকেটে এনামুল হককে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন রাকিবুল হাসান। এতে কোনভাবে শতরান পার করে বাংলাদেশ। রাকিবুল ২২ রান করে আউট হলেও এনামুল ২৭ রানে অপরাজিত থাকেন।
জবাবে সাউথ অস্ট্রেলিয়া প্রথম ইনিংস করে ৩৮০ রান করলে ২৬৬ রানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ইনিংসে ২৫৪ রানেই গুটিয়ে গেছে শাহাদত-ইয়াসিররা।
চারদিনের টেস্টে আজ (৩০ আগস্ট) তৃতীয় দিনে ৩ উইকেটে ১০৬ রান নিয়ে মাঠে নামে বাংলাদেশ ‘এ’ দল। শাহাদাত হোসের ৪২ এবং ইয়াসির আলী ১৮ রানে অপরাজিত ছিলেন। দুজনেই এরপর নিজেদের ইনিংসটা আর খুব বেশি বড় করতে পারেননি। শাহাদাত আউট হয়েছেন ৪৯ রান করে এবং ইয়াসির করেন ৩৬ রান।
এরপর অধিনায়ক মাহিদুলের ব্যাট থেকে আসে ৩২ রান। এছাড়া নাঈম হাসান করেছেন ২৫ রান। এরপর স্পিনার হাসান মুরাদের ব্যাট থেকেও আসে ৪২ রান, হাসান মাহমুদের সঙ্গে শেষ উইকেটে ৪৮ রানের জুটি গড়েন তিনি।