শ্রীলঙ্কা ম্যাচে যাদের নিয়ে একাদশ সাজাল বাংলাদেশ

গ্রুপ পর্বের লড়াই শেষ করে সুপার ফোরের লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। গ্রুপ পর্বে লঙ্কানদের বিপক্ষে হেরেছিল লিটন দাসের দল। সেই ম্যাচ থেকে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। আর আফগানিস্তানের বিপক্ষে সর্বেশেষ ম্যাচ হিসেব করলে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাইয়ে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ম্যাচে তিন পেসার আর দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছেন কোচ ফিল সিমন্স।
আফগানিস্তানের বিপক্ষে শেষদিকে ৬ বলে ১২ রানের ক্যামিও খেললেও বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। তার জায়গায় একাদশে ফিরেছেন শেখ মেহেদি। লেগস্পিনার রিশাদ হোসেনের জায়গায় এসেছেন পেসার শরিফুল ইসলাম।
অন্যদিকে, আফগানদের বিপক্ষে প্রথমবার একাদশে সুযোগ পেয়েই দুর্দান্ত খেলেছিলেন নাসুম আহমেদ। সেই পারফরম্যান্স দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে জায়গা ধরে রেখেছেন তিনি।
গ্রুপ পর্বে শ্রীলঙ্কার সঙ্গে অম্ল-মধুর সম্পর্ক ছিল বাংলাদেশের। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেই সুপার ফোরে খেলা কঠিন করে তুলেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আবার শ্রীলঙ্কার জয়ের কারণেই সুপার ফোর নিশ্চিত হয় বাংলাদেশের। সেই ম্যাচে লঙ্কানদের হয়ে গলা ফাঁটিয়েছেন বাংলাদেশি সমর্থকরা।
বাংলাদেশের একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।