লেবাননের জাতীয় নির্বাচনে হিজবুল্লাহ জোটের পরাজয়
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/05/17/lebaann.jpg)
লেবাননের জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে ইরানের মদদপুষ্ট হিজবুল্লাহ ও এর সমর্থক জোট। চরম অর্থনৈতিক সংকটে নিমজ্জিত গোটা লেবাননেই শিয়াপন্থি দলগুলো পরাজয়ের সম্মুখীন হয়েছে।
লেবাননের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত পার্লামেন্ট নির্বাচনের ফলাফলে এমনটি দেখা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
লেবাননের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য ৬৫টি আসনে জয়ী হতে হয়। হিজবুল্লাহপন্থি জোট এবার ৫৮টি আসনে জয় পেয়েছে। অথচ গত পার্লামেন্টে তাদের হাতে ৭১টি আসন ছিল।
হিজবুল্লাহপন্থি জোটের শরিক দল ফ্রি প্যাট্রিয়টিক মুভমেন্ট লেবাননের পার্লামেন্টে আর সবচেয়ে বড় খ্রিস্টানধর্মাবলম্বী জোট থাকছে না, তারা ১৮টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে এদের প্রতিপক্ষ মার্কিন-সৌদি মদদপুষ্ট লেবানিজ ফোর্সেস পেয়েছে ২০টি আসন।
![](http://103.16.74.218/sites/default/files/styles/infograph/public/images/2022/05/17/lebaann_insaartt.jpg 687w)
হিজবুল্লাহপন্থি জোটের গুরুত্বপূর্ণ দ্রুজ নেতা তালাল আর্সলান এবং সুন্নি নেতা ফয়সাল কারামে হেরেছেন। দুজনই সরকারবিরোধী স্বতন্ত্র জোটের প্রার্থীদের কাছে হেরেছেন।
এ ছাড়াও হিজবুল্লাহপন্থিদের ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ লেবাননের দুটি আসনে আরও দুই শক্তিশালী নেতা স্বতন্ত্র জোটের প্রার্থীদের কাছে হেরেছেন। এই জোটের হয়ে বিলিয়নিয়র ব্যবসায়ী ফুয়াদ মাখজুমিও এবারের পার্লামেন্ট নির্বাচনে হেরেছেন।
তবে লেবাননের কয়েক দশকের ইতিহাসে এই প্রথম সবচেয়ে বড় সুন্নিপন্থি দল ফিউচার মুভমেন্ট ছাড়াই জাতীয় নির্বাচন হয়েছে। এর নেতা সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি এ বছরের শুরুতে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন। তাঁর অনেক অনুসারী এবারের নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নেন। তবে কিছু কিছু নেতা দল ছেড়ে নির্বাচনে যান।