বাইডেনের ভোটার ট্রাম্পের পক্ষে দিলেন ভোট!
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/11/06/woman_thamb.jpg)
পেনসিলভানিয়ার ভোটার ডেবোরা জেরমারোস্কির ছবি মরিয়া হিউমিস্টনের এক্স অ্যাকাউন্টের ভিডিও থেকে নেওয়া
ক্ষমতাসীন দল ডেমোক্র্যাটের ভোটার দাবি করেছেন এক নারী। এর আগে তিনি ভোট দিয়েছিলেন জো বাইডেনকে। তবে, এবার সেই অবস্থান থেকে সরে এসে রিপাবলিকান পার্টির ট্রাম্পকে ভোট দিয়েছেন বলে জানিয়েছেন।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2024/11/06/woman_in_.jpg)
পেনসিলভানিয়ার ভোটার ডেবোরা জেরমারোস্কি নামে ওই নারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে পোস্ট করেছেন মরিয়া হিউমিস্টন নামে একজন। ২৩ সেকেন্ডের ওই ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘অ্যালেগেনি কাউন্টি, পিএ : পেনসিলভানিয়ার ভোটার ডেবোরা জেরমারোস্কি বলেছেন যে তিনি ডোনাল্ড ট্রাম্পকে তার বাইবেলের মূল্যবোধ, অর্থনীতি এবং সীমান্তে অভিবাসন সম্পর্কে তার দৃষ্টিভঙ্গির কারণে ভোট দিয়েছেন। তিনি ২০২০ সালে প্রেসিডেন্ট বাইডেনকে ভোট দিয়েছিলেন।’