মুসলিম সংখ্যলঘুদের নিয়ে বাংলাদেশের বক্তব্য প্রত্যাখ্যান ভারতের

ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিতের আহ্বান জানিয়ে বাংলাদেশ সরকারের বক্তব্যকে প্রত্যাখ্যান করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশের উচিত ‘অনাবশ্যক মন্তব্য’ না করে, বরং নিজস্ব সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগ দেওয়া।
আজ শুক্রবার (১৮ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে এসব কথা জানান।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘পশ্চিমবঙ্গের ঘটনাগুলোর বিষয়ে বাংলাদেশ পক্ষ থেকে করা মন্তব্য আমরা প্রত্যাখ্যান করছি। এটি বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর চলমান নিপীড়নের বিষয়ে ভারতের উদ্বেগের সঙ্গে তুলনা করার একটা চেষ্টা। অথচ, সেখানে এই ধরনের অপরাধের জন্য দায়ীরা এখনও মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে।’
রণধীর জয়সওয়াল আরও বলেন, ‘অনাবশ্যক মন্তব্য ও নীতিগর্ভ বাগাড়ম্বর না করে বাংলাদেশ বরং নিজেদের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগ দিলে ভালো করবে।’
এর আগে গতকাল বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আমরা ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।’
বাংলাদেশ সরকার মুসলিমদের ওপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তাহানির ঘটনার নিন্দা জানায় বলেও উল্লেখ করেন প্রেস সচিব।