মার্কিন শুল্ক চাপে ‘মাথা নত করবে না’ ভারত : পীযূষ গোয়াল

রপ্তানি করা পণ্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত উচ্চ শুল্কের কাছে ‘মাথা নত করবে না’ ভারত, বরং নতুন বাজার দখলের দিকে নজর দেবে দেশটি- এমনটিই জানিয়েছেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল। খবর এএফপির।
সম্প্রতি রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ তেল কেনার কারণে ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ প্রয়োগের মার্কিন প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ২৭ আগস্ট থেকে এই শুলক্ কার্যকর করা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে শুল্ককে একটি নীতিগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন, যা বিশ্বজুড়ে বাণিজ্যে অস্থিরতা সৃষ্টি করেছে।
এ বিষয়ে গতকাল শুক্রবার (২৯ আগস্ট) নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে পীযূষ গোয়াল বলেন, কেউ যদি আমাদের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায়, তবে ভারত সবসময় প্রস্তুত। তবে ভারত মাথা নত করবে না বা কখনো দুর্বলতা দেখাবে না। আমরা একসঙ্গে এগিয়ে যাব এবং নতুন বাজার দখল করব।
এই শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্র-ভারতের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। ভারত এই শুল্ককে ‘অন্যায়, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’ বলে সমালোচনা করেছে। বিশ্লেষকরা বলছেন, ৫০ শতাংশ শুল্ক কার্যত একটি বাণিজ্য নিষেধাজ্ঞার মতোই, যা ছোট কোম্পানিগুলোর জন্য ক্ষতিকর হতে পারে। টেক্সটাইল, সামুদ্রিক খাদ্য ও গহনা রপ্তানিকারকরা ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে তাদের অর্ডার বাতিল হওয়ার খবর দিয়েছেন। বাংলাদেশ ও ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বীদের কাছে বাজার হারাচ্ছেন, যা ব্যাপকসংখ্যক চাকরি হারানোর আশঙ্কা তৈরি করেছে।
তবে গোয়াল আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, সরকার আগামী দিনে প্রতিটি খাতকে সমর্থন এবং রপ্তানি বাড়ানোর জন্য বেশ কিছু পদক্ষেপ নেবে। তিনি বলেন, আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এই বছর ভারতের রপ্তানি গত বছরের সংখ্যাকে ছাড়িয়ে যাবে।