মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে যা বললেন পাক প্রধানমন্ত্রী

ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনালাপে আত্মরক্ষার অধিকারের কথা তুলে ধরলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ বৃহস্পতিবার (৮ মে) দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। খবর ডনের।
বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় তার দেশের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন। তিনি জোর দিয়ে বলেন, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী পাকিস্তান আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করে।
দক্ষিণ এশিয়ার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ভারতের হামলায় ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছেন এবং বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। ভারতের হামলা পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে, যা দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিপন্ন করেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই অঞ্চলের পরিস্থিতির ওপর যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে নজর রাখছে বলে জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি পরিস্থিতি শান্ত করার জন্য পাকিস্তান ও ভারতকে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান।