কর্নেল সোফিয়াকে আপত্তিকর মন্তব্য, বিচারের মুখোমুখি ভারতীয় মন্ত্রী

ভারতের সামরিক বাহিনীর কর্মকর্তা কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে অবমাননাকর, সাম্প্রদায়িক ও নারীবিদ্বেষী মন্তব্য করায় আইনি জটিলতায় পড়তে যাচ্ছেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। রাজ্য হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে এই বিষয়টি আমলে নিয়েছে।
আজ বুধবার (১৪ মে) বিজয় শাহের বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য রাজ্য পুলিশের প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে এ ঘটনায় বিচারের মুখোমুখি হতে হচ্ছে ওই মন্ত্রীকে।
পাকিস্তানের বিরুদ্ধে চালানো ‘অপারেশন সিঁদুরের’ মিডিয়া ব্রিফিংয়ে অংশ নিয়ে আলোচনায় আসেন কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ব্যোমিকা সিং। পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রীর সঙ্গে নিয়মিতভাবে সেনাবাহিনীর মুখপাত্র হিসেবে সামরিক অভিযানের অপডেট জানাতেন তারা।
সম্প্রতি এক অনুষ্ঠানে বিজয় শাহ মুসলিম সামরিক কর্মকর্তা সোফিয়াকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, সন্ত্রাসীরা হিন্দুদের সিঁদুর মুছে দিয়েছে এবং এর প্রতিশোধ নিতে সরকার তাদের (মুসলমান) সম্প্রদায়ের এক নারীকে পাঠিয়েছে।
মন্ত্রী আরও বলেন, ‘তারা হিন্দুদের বস্ত্রহরণ করে হত্যা করেছে। আমরা তাদের বস্ত্রহরণ করতে পারিনি, তাই আমরা তাদের সম্প্রদায়ের একটি মেয়েকে পাঠিয়েছি, সে তোমাদের বিবস্ত্র করবে। মোদিজি প্রমাণ করেছেন, তোমাদের জাতের (মুসলমান) মেয়েদের প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তানে পাঠানো যেতে পারে।’

বিজয় শাহের এই মন্তব্য নারীবিদ্বেষী ও সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে সমালোচিত হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী ও স্থানীয় বিজেপি নেতারাও উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা ও বিরোধী দলগুলো বিজয় শাহের ওই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাকে বরখাস্তের দাবি তুলেছেন।
প্রথমে বিজয় শাহ তার বক্তব্য ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে বলে দাবি করলেও পরে ক্ষমা চেয়েছেন। তবে হাইকোর্ট তার এই ক্ষমা চাওয়াকে যথেষ্ট মনে করেননি। তার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন। এর ফলে মন্ত্রী বিজয় শাহকে এখন আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।