ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে ইইউ নেতাদের সঙ্গে সাক্ষাৎ জেলেনস্কির

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটনে ইউক্রেনীয় দূতাবাসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। খবর আলজাজিরার।
বৈঠকের কিছুক্ষণ পরই এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, জেলেনস্কি ফিনল্যান্ড, ইতালি, যুক্তরাজ্য, ন্যাটো এবং ইইউ-এর মতো দেশ ও জোটের নেতাদের উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন।
তার পোস্টে জেলেনস্কি বলেন, ইউক্রেন রাশিয়ার সঙ্গে যুদ্ধে একটি ‘নির্ভরযোগ্য ও স্থায়ী শান্তি’ চায়। তিনি আরও বলেন, ইউক্রেন ‘একটি নতুন নিরাপত্তা স্থাপত্য’ প্রতিষ্ঠা করতে প্রস্তুত।

ইউক্রেনের প্রেসিডেন্ট এক্স-এ লিখেছেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো ইউক্রেন ও সমগ্র ইউরোপের জন্য একটি নির্ভরযোগ্য এবং স্থায়ী শান্তি। এটি গুরুত্বপূর্ণ যে আমাদের সব বৈঠকের গতি এই ফলাফলের দিকে পরিচালিত।’
জেলেনস্কি বলেন, ‘‘ইউক্রেন একটি প্রকৃত যুদ্ধবিরতির জন্য ও একটি নতুন নিরাপত্তা স্থাপত্য প্রতিষ্ঠার জন্য প্রস্তুত। আমাদের শান্তি প্রয়োজন।’