মিয়ানমারে বোমা মেরে ঐতিহাসিক রেল সেতু ধ্বংসের অভিযোগ

মিয়ানমারের সামরিক জান্তাবিরোধী সশস্ত্র বিদ্রোহীরা দেশটির একটি ঐতিহাসিক রেলসেতু বোমা হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে। ঔপনিবেশিক আমলের ওই সেতুটি একসময় বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে সেতু হিসেবে পরিচিত ছিল। জান্তা সরকারের দাবি, বিদ্রোহীরা বিস্ফোরণ ঘটিয়ে এই সেতুটি উড়িয়ে দিয়েছে। খবর এএফপির।
জান্তার মুখপাত্র জাও মিন তুন একটি ভিডিও বিবৃতিতে গণমাধ্যমকে জানিয়েছেন, তাং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) ও পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) মিলে গোকতেইক সেতুটি বোমা মেরে ধ্বংস করেছে। জান্তার আরেকটি বিবৃতিতে বলা হয়েছে, সেতুটি মাইন দিয়ে বিস্ফোরিত করা হয়েছে।
১০২ মিটার (৩৩৪ ফুট) উঁচু এই গোকতেইক ভায়াডাক্টটি মিয়ানমারের সর্বোচ্চ সেতু। ১৯০১ সালে যখন এটি চালু করা হয়েছিল, তখন এটি ছিল বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে সেতু। এটি মান্দালয়ের সঙ্গে উত্তর শান রাজ্যের রেলপথকে যুক্ত করেছে। যা পর্যটকদের কাছে খুব জনপ্রিয়।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে, সেতুটির কিছু অংশ ভেঙে পড়েছে ও এটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
টিএনএলএ-এর একজন মুখপাত্র লওয়ে ইয়ে ও এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, জান্তা নিজেরাই সেতুটিতে বোমা হামলা চালিয়েছে। তিনি বলেন, মিয়ানমার সেনাবাহিনী আজ সকালে আমাদের ঘাঁটিগুলোতে ড্রোন ব্যবহার করে বোমা হামলার চেষ্টা করেছিল। তারা আমাদের সৈন্যদের ওপর বোমা হামলা চালিয়েছিল, কিন্তু তাদের বোমা গোকতেইক সেতুতেও আঘাত হানে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে নওনঘকিও ও কিয়াউকমে শহরগুলোতে টিএনএলএ এবং জান্তার মধ্যে তীব্র লড়াই চলছে। জুলাই মাসে জান্তা নওনঘকিও শহরটি পুনরুদ্ধার করার দাবি করেছিল।