ইসরায়েলি হামলায় ইয়েমেনে হুতি প্রধানমন্ত্রী নিহতের দাবি

ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওয়ি ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে দাবি করছে ইয়েমেনি গণমাধ্যম। খবর দ্য জেরুজালেম পোস্টের।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত রাজধানী সানার একটি অ্যাপার্টমেন্টে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী (আইএএফ)। ওই হামলায় আল-রাহাওয়ির কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীও প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ইয়েমেনের আল-জুমহুরিয়া চ্যানেল জানিয়েছে, যখন হামলাটি হয় আল-রাহাওয়ি কয়েকজন সহকর্মীর সঙ্গে একটি অ্যাপার্টমেন্টে ছিলেন। হুতিদের প্রতিরক্ষামন্ত্রী এবং চিফ অফ স্টাফেরও নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও তাদের মৃত্যুর বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এর আগে ইসরায়েলের দিকে হুতিদের ছোড়া দুটি ড্রোন ভূপাতিত করে ইসরায়েল। আইডিএফ নিশ্চিত করেছে, তারা সানায় হুতি শাসন ও প্রশাসনের সঙ্গে সম্পর্কিত লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যে কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত তুলবে – তার হাত কেটে ফেলা হবে।

২০২৩ সালের অক্টোবর থেকে হুতিরা ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। তবে ইসরায়েল চলতি বছরের জুলাই মাস থেকে পাল্টা জবাব দেওয়া শুরু করে।