রানওয়েতে উড়োজাহাজের কাছে ভারতীয়র কাণ্ড, ভিডিও ভাইরাল

ভারতের বিহারে দারভাঙ্গা বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের কাছে বসে একজন বৃদ্ধ প্রস্রাব করেন। এ ঘটনা ভিডিও করেন উড়োজাহাজের ককপিটে থাকা পাইলট, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি বিমান থেকে মাত্র কয়েক মিটার দূরে ঘাস আছে এমন জায়গায় বসে প্রস্রাব করছেন। রানওয়ে সংলগ্ন ঘাসে ভরা স্থানে ওই ব্যক্তির অবস্থান বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার একাধিক স্তরের লঙ্ঘন নির্দেশ করে। বিমানবন্দর কর্তৃপক্ষ এই ধরনের অননুমোদিত প্রবেশ রোধে একাধিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে থাকে, যার মধ্যে রয়েছে ঘেরের বেড়া, নজরদারি ব্যবস্থা ও নিরাপত্তা টহল। এ ঘটনায় ওই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাগুলো পুনঃনিরীক্ষণের ক্ষেত্র সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে।

উড়োজাহাজের নিরাপদ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিতে পরিষ্কার ও বাধাহীন রানওয়ে এলাকা প্রয়োজন হয়। এ ঘটনার বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এখন পর্যন্ত জানা যায়নি যে ওই ব্যক্তি যাত্রী ছিলেন নাকি কর্মী কিংবা কোন বিমান পরিবহণ সংস্থার ককপিট থেকে ভিডিও ক্লিপটি ধারণ করা হয়েছে।