মোংলার যেসব গ্রামে আজ ঈদুল ফিতর উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে মোংলার সুন্দরবন ইউনিয়নের চটেরহাট বাজারসহ আশপাশের কয়েকটি গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। শুক্রবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে চটেরহাট আহলে হাদিস জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
মসজিদের ইমাম মো. বেল্লাল সরদার বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখেই চটেরহাটে ঈদ উদযাপন করে আসছেন তারা। মসজিদে নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং কোলাকুলি করেন।
মসজিদ কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য এম নুরুল আমিন বলেন, ‘দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে চটেরহাট আহলে হাদিস জামে মসজিদে সৌদির সঙ্গে মিল রেখেই ঈদের নামাজ আদায় করা হচ্ছে। এ মসজিদে ঈদ জামাতে মোংলার সুন্দরবন, চিলা ও মিঠাখালী ইউনিয়নসহ আশপাশের শরণখোলা ও মোড়েলগঞ্জ উপজেলার নারী-পুরুষেরা শরীক হন। মসজিদ কমিটির পক্ষ থেকে সব মুসল্লিদের আপ্পায়ন করা হয়েছে।’