কবি, কবিতা ও প্রচ্ছদে মোশাররফ করিম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি আয়োজন করতে যাচ্ছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। সেই আয়োজনে থাকছে ‘প্রচ্ছদ’ শিরোনামে একটি একক নাটক।
ফরহাদ আলমের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম, তারিক আনাম খান, তানিয়া বৃষ্টি, শেখ মাহবুবুর রহমানসহ অনেকেই।

নাটকটির গল্প প্রসঙ্গে ফরহাদ আলম এনটিভি অনলাইনকে জানিয়েছেন, ‘দেশের অন্যতম প্রধান কবি তারিক আনাম খান। দেশের নামকরা একটা পত্রিকায় ধারাবাহিকভাবে কবির সিরিজ কবিতার সংখ্যা বের হচ্ছে। কবিতার বেশ কয়েকটি চরিত্রের মধ্যে একটি প্রধানতম প্রচ্ছদ চরিত্র লুনা নামের একটি মেয়ে। যে চরিত্রে দেখা যাবে তানিয়া বৃষ্টিকে। এই অবধি সব ঠিক ছিল।’
ফরহাদ আলমের গল্প এভাবে এগিয়ে যাবে, ‘কবির কবিতা যতই ছাপা হচ্ছে, লুনা ততই অসুস্থ হচ্ছে। নাটকে মোশাররফ করিম কবিতার সাথে নিজেকে একটু অন্য ভাবে জড়িয়ে ফেলেছেন। বলতে গেলে কবিতার লুনা চরিত্রটি এখন মোশাররফের ব্যক্তিগত জীবনের ভালো লাগা মন্দ লাগার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাকিটা দেখতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।’
আসন্ন ঈদুল আজহার আয়োজনে ‘প্রচ্ছদ’ নাটকটি এনটিভির পর্দায় ও এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে দেখা যাবে।