দুর্গাপূজায় শুরু হচ্ছে নওশাবার কলকাতা সফর

দুই বছর আগে ‘যত কাণ্ড কলকাতাতেই’ দিয়ে টালিউডে নাম লেখান কাজী নওশাবা আহমেদ। অনিক দত্ত পরিচালিত সিনেমাটির শুটিং শেষ হয় ২০২৩ সালেই। মুক্তির পরিকল্পনা ছিল ২০২৪ সালের দুর্গাপূজায়, তবে তা বাস্তব হয়নি। অবশেষে এ বছর দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি—প্রকাশিত হয়েছে এর মোশন পোস্টার।
সিনেমার গল্প সাজানো হয়েছে ফেলুদার ধাঁচের ধাঁধা ও রহস্যকে ঘিরে। মুখ্য চরিত্রে আছেন আবীর চট্টোপাধ্যায়, নওশাবা অভিনয় করেছেন বাংলাদেশ থেকে যাওয়া এক মেয়ের চরিত্রে, যে নিজের শিকড় খুঁজতে কলকাতায় আসে এবং জড়িয়ে পড়ে এক রহস্যে।
নওশাবা বলেন, ‘আমার আর আবীরের চরিত্র—দুজনই ফেলুদাভক্ত। গল্পে গোয়েন্দাগিরি নেই, কিন্তু প্রতিটি দৃশ্যে ফেলুদার ছায়া রয়েছে। সত্যজিৎ রায়কেও প্রতি মুহূর্তে স্মরণ করা হয়েছে।’
সিনেমায় যুক্ত হওয়া ছিল নওশাবার জন্য চমক। জানান, ‘হঠাৎ অনিকদার টেক্সট পাই, অডিশন দিই, তারপর কাজটা হয়ে যায়। আমার বাবা ফেলুদার বড় ভক্ত ছিলেন। এই সিনেমায় তার ছাপ থাকায় আমি নিশ্চিত, তিনি যেখানেই থাকুন, খুশি হবেন।’
সব ঠিক থাকলে সিনেমা মুক্তির সময় কলকাতায় যাওয়ার পরিকল্পনাও রয়েছে তার।