গর্ভাবস্থায় শ্বাসকষ্টের চিকিৎসা না নিলে জটিলতা কী?

গর্ভাবস্থায় শ্বাসকষ্টের চিকিৎসা না নিলে এটি মা ও গর্ভে থাকা শিশুর বিভিন্ন জটিল স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে। তাই গর্ভাবস্থায় শ্বাসকষ্টের চিকিৎসা করা খুবই জরুরি।
এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৭১১তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মাহবুবুল ইসলাম। বর্তমানে তিনি আল- মানার হাসপাতালের রেসপিরেটরি বিভাগের সিনিয়র পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : গর্ভাবস্থায় শ্বাসকষ্টের সমস্যায় চিকিৎসা না নিলে জটিলতা কী?
উত্তর : এতে অব্স্থা খুব খারাপ হয়। গর্ভাবস্থায় যদি শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে না থাকে, মা যদি প্রায়ই আক্রান্ত হন অ্যাজমায় তাহলে অক্সিজেনের ঘাটতি হয়। তখন বাচ্চার স্বাভাবিক বৃদ্ধির যে ধরন ছিল সেটি ক্ষতিগ্রস্ত হয়। এতে শিশুটি ছোট হবে। শিশুর মানসিক বৃদ্ধি কম হবে। প্রসব পূর্ণ মেয়াদে নাও হতে পারে। অনেক সমস্যা হতে পারে। অনেক ক্ষেত্রে পোস্ট-পারটাম হেমোরেজ হতে পারে। সেগুলো মাথায় রেখে অ্যাজমা রোগের চিকিৎসা করতে হবে এবং ইনহেলার ব্যবহার করতে হবে। তাহলে সমস্যা এড়ানো সম্ভব হবে।