গর্ভপাতের ঝুঁকি কাদের বেশি?

ভ্রুণের সমস্যা বা মায়ের শরীরে বিভিন্ন সমস্যার কারণে অনেক ক্ষেত্রে গর্ভপাতের মতো ঘটনা ঘটে। তবে কারা এ বিষয়ে বেশি ঝুঁকিপূর্ণ? এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৪১তম পর্বে কথা বলেছেন ডা. রেজাউল করিম কাজল। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কারা এই বিষয়ে বেশি ঝুঁকিপূর্ণ?
উত্তর : প্রথমে আমরা ঝুঁকি চিন্তা করি। গর্ভধারণের আগেই আমরা মাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে চাই। আসলে মায়ের শরীরে এমন কী আছে যার জন্য বার বার গর্ভপাত হচ্ছে? প্রথমেই মায়ের বয়স কত সেটি দেখতে হবে। ত্রিশের বেশি বয়সে যারা মা হচ্ছেন, তাদের ক্ষেত্রে গর্ভপাতের আশঙ্কা বেশি। আবার অতি অল্প বয়সের নিচে যাদের বাল্য বিবাহ হচ্ছে যেসব মায়েদের তাদের ক্ষেত্রেও কিন্তু গর্ভপাত হতে পারে বেশি। এরপর যেসব মায়ের ওজন বেশি তাদের ক্ষেত্রে গর্ভপাতের ঝুঁকি থাকে। সে সমস্ত মায়ের অত্যাধিক ওজন তাদেরও আমরা সাবধান করি। বেশি ওজনও তার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। সেই ক্ষেত্রে তার ওজন কমিয়ে তাকে গর্ভধারণ করার জন্য বলি। এগুলো হলো মায়ের শারীরিক বাহ্যিক বৈশিষ্ট্য। এরপর আমরা দেখি সেই মা ডায়াবেটিসে ভুগছেন কি না, উচ্চ রক্তচাপে ভুগছেন কি না, কিংবা তার থাইরয়েড বা হরমোন জনিত কোনো সমস্যা রয়েছে কি না। এগুলো বাংলাদেশে প্রেক্ষাপটে মায়েদের ক্ষেত্রে গর্ভপাতের কারণ।