গর্ভাবস্থায় ডায়াবেটিসের ঝুঁকি কাদের বেশি?

গর্ভাবস্থায় অনেকেরই ডায়াবেটিস হয়ে থাকে। একে বলে জেসটেশনাল ডায়াবেটিস। এই ডায়াবেটিসের ঝুঁকি কাদের বেশি, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৮৮৫তম পর্বে কথা বলেছেন ডা. রওশন আরা। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশনে রয়েছেন।
প্রশ্ন : গর্ভাবস্থায় ডায়াবেটিসের ঝুঁকি কাদের থাকে?
উত্তর : আসলে গর্ভাবস্থায় ডায়াবেটিস খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা। প্রথমেই যখন একজন গর্ভবতী মা আমাদের কাছে আসেন, আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি। এর মধ্যে ডায়াবেটিসের স্ক্রিনিং টেস্টটাও আমরা করে নিই। তবে যাদের ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেশি অথবা যারা গর্ভাবস্থায় ডায়াবেটিসের ঝুঁকির মধ্যে আছে, তারা হলো, যাদের পরিবারে ডায়াবেটিসের ইতিবাচক ইতিহাস রয়েছে, যাদের মা, বাবা, চাচা, খালা অথবা দাদা, দাদির ডায়াবেটিস রয়েছে অথবা যাদের আগে বার বার গর্ভপাতের ইতিহাস রয়েছে, মৃত সন্তান প্রসবের ইতিহাস রয়েছে, বড় সন্তান প্রসবের ইতিহাস রয়েছে, যাদের ওজন অনেক বেশি- তাদের সমস্যা হতে পারে।
এ ছাড়া যাদের গাইনোকলোজিক্যাল ইতিহাস রয়েছে- এসব মায়ের গর্ভাবস্থায় ডায়াবেটিস হওয়ার আশঙ্কা অনেক বেড়ে যায়। অতএব যখন তারা আমাদের কাছে আসবে, অ্যান্টিনেটাল চেকআপে- এই দলটিকে আমাদের অবশ্যই স্ক্রিনিং করতে হবে।
প্রশ্ন : গর্ভকালীন কখন আপনারা স্ত্রিনিং করেন?
উত্তর : যখন বেজ লাইন পরীক্ষা নিরীক্ষা করি তখন সব মাকেই করি। যাদের ঝুঁকি রয়েছে তাদের আমরা বেজ লাইন হিসেবে করি এবং যখন একজন মা সাত মাসের গর্ভবতী থাকে, তখন পুনরায় পরীক্ষা করি।