গর্ভাবস্থায় বেশি বমি হয় কেন?

গর্ভাবস্থায় অনেকেরই বেশি বমির সমস্যা হয়। এর কারণ কী, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৪১তম পর্বে কথা বলেছেন ডা. মেহেরুন নেসা। বর্তমানে তিনি হলিফ্যামেলি মেডিকেল কলেজের গাইনি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কেউ সন্তান ধারণ করেছে সেটি জানাতে অনেকে বলেন, ‘স্ত্রী বমি করছে।’ এটিকে অনেক ক্ষেত্রে সুখবর হিসেবে চিহ্নিত করা হয়। তবে যার এই বমি হচ্ছে তার তো কষ্টটা অনেক। কারো কারো বেলায় অত্যন্ত বেশি বমি হয়। গর্ভাবস্থায় কারো কারো খুব বেশি বমি হয় কেন?
উত্তর : সাধারণত শারীরিক কারণে যেটি হয় এটি সহ্য ক্ষমতার মধ্যে। তবে ওই যে বললাম মানসিক কারণে কখনো কখনো হয়। মোটামুটিভাবে পাঁচ ছয়বার বমি হবে, এটি খুই স্বাভাবিক। মরনিং সিকনেস বলি আমরা। সকালবেলা একটু মাথা ঘোরার সমস্যা হয়, বমি হয়। সারাদিনে তিন চারবার বমি হয়। এটি ঠিক আছে। তবে অনেক সময় এত বেশি বমি হয় যে মা দৈনন্দিন কাজও করতে পারে না। সাধারণত হরমোন, মানসিক কারণের জন্য এগুলো হয়। আর স্বাভাবিক যেটা, সহ্যক্ষমতার মধ্যে সেটি সবসময় থাকে।