গর্ভাবস্থায় ডায়াবেটিস হয়েছে, কীভাবে বুঝবেন?

গর্ভাবস্থায় অনেকেই ডায়াবেটিসের সমস্যায় ভুগে থাকেন। এ নিয়ে এনটিভির স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৩৪৩তম পর্বে কথা বলেছেন ডা. শারমিন আব্বাসি শাতাসনীম আরা। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের প্রসূতি ও ধাত্রী বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : গর্ভাবস্থায় ডায়াবেটিস বা জিডিএম বলতে আমরা কী বুঝি?
উত্তর : আসলে জিডিএম বিষয়টি সম্পর্কে আমাদের সবারই একটি পরিষ্কার ধারণা থাকা উচিত। গর্ভাবস্থার যেকোনো সময়, একটি রোগীর ডায়াবেটিস ধরা পড়লে, সেটাকে আমরা জিডিএম বা গর্ভাবস্থার ডায়াবেটিস বলি। সেই রোগীটির আগে ডায়াবেটিস ছিল কি না, সেটি কোনো বিষয় নয় বা তার পরবর্তীকালে ডায়াবেটিস থাকবে কি না, সেটিও কোনো বিষয় নয়। তার প্রথম ডায়াবেটিসটি নির্ণয় হবে যখন সে গর্ভবতী হলো সে সময়। এটিকে আমরা বলে থাকি গর্ভাবস্থায় ডায়াবেটিস।
প্রশ্ন : লক্ষণগুলো আসলে কী?
উত্তর : তার সম্পর্কে ইতিহাস জানতে চাইলে আমরা অনেকটাই পেয়ে যাব। এখানে জানা হবে, তার আগে যদি গর্ভাবস্থা থেকে থাকে তখন তার ডায়াবেটিস ছিল কি না। সাধারণত বলা হয়ে থাকে, আগের গর্ভাবস্থায় যদি ডায়াবেটিস থাকে, এখনকার গর্ভাবস্থায় পুনরায় এটি হওয়ার আশঙ্কা থাকে।
আর এই গর্ভাবস্থায় কতগুলো লক্ষণ আমরা দেখতে পাব। এর মধ্যে একটি হচ্ছে, হঠাৎ করে তার ওজন অনেক বেড়ে যাওয়া। আমরা সাধারণত বলি গর্ভাবস্থায় এক মাসে এক কেজি ওজন বাড়বে। তবে এখানে দেখা গেল, তার তিন-চার কেজি ওজন বেড়ে যাচ্ছে। সে ক্ষেত্রে আমরা আশঙ্কা করব, এই রোগীর ডায়াবেটিস হওয়ার আশঙ্কা আছে।
এ ছাড়া বারবার সংক্রমণ। দেখা যাচ্ছে, যখনই আমাদের কাছে আসছে প্রস্রাবে ইনফেকশন লেগেই আছে। আবার রোগী হয়তো বলছে, আমার সাদাস্রাব যাচ্ছে তো যাচ্ছেই। এই সমস্যাগুলো তার মধ্যে দেখতে পারি আমরা। অথবা বাচ্চা আসার পর অত্যধিকভাবে পানি বেড়ে যাওয়া পেটে অথবা তার প্রেশার অনেক বেশি বেড়ে যাওয়া। সেটাও আমাদের দেখতে হবে। অথবা বাচ্চার ওজন যেভাবে বাড়া উচিত, প্রতি মাসে এর থেকে অনেক বেশি বেড়ে যাচ্ছে। এই লক্ষণগুলো দেখা যেতে পারে।
এ ছাড়া ডায়াবেটিসের যেসব লক্ষণ থাকে, সেগুলোও থাকতে পারে। যেমন : অত্যধিক ক্ষুধা পাওয়া, বারবার প্রস্রাব হওয়া। অথবা অনেক বেশি পিপাসা পাওয়া। ডায়াবেটিসের সাধারণ লক্ষণগুলো থাকতে পারে।