মৃগীরোগ হওয়ার কারণ কী

মস্তিষ্কের কার্যক্রমের অস্বাভাবিকতা মৃগীরোগের কারণ। অনেকে অজ্ঞতাবশত এই রোগকে জিন-ভূতের আছরও মনে করে। হঠাৎ পড়ে যাওয়া, খিঁচুনি হওয়া, মুখ দিয়ে ফ্যানা বের হওয়া—এগুলো এই রোগের প্রচলিত লক্ষণ।
মস্তিষ্কের এই অস্বাভাবিকতা কেন হয়—বিষয়টি নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের ২৩৫৩তম পর্বে কথা বলেছেন ডেল্টা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা.সৈয়দ ওয়াহিদুর রহমান।
প্রশ্ন : মৃগীরোগ বা মস্তিষ্কের এই অস্বাভাবিকতা কেন হয়?
উত্তর : এর বেশির ভাগ কারণই জানা যায়নি। যাকে বলা হয়, ইডিওপ্যাথিক, কারণ জানা নেই। তবে কিছু কিছু কারণ জানা গেছে। যেমন : মস্তিষ্কের টিউমার থেকে হতে পারে, মস্তিষ্কে সংক্রমণ হতে পারে, আঘাতের কারণে হতে পারে, শরীরের মধ্যে লবণ বা পানির ঘাটতি হলে হতে পারে, কিছু কিছু ভিটামিন বা মিনারেলের ঘাটতির কারণে হতে পারে, জন্মগত কিছু ত্রুটি আছে মস্তিষ্কের—সেগুলোর কারণে হতে পারে। সবার বেলা যে বিষয়টি একই রকম হবে, তা নয়। এসব কারণ জানা গেছে। আর বেশির ভাগ কারণই জানা যায়নি।