গর্ভপাতের পর গর্ভধারণ, পরামর্শ নিন চিকিৎসকের

গর্ভপাত-পরবর্তী গর্ভধারণে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫০২তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. শামীমা নার্গিস নীলা। বর্তমানে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের গাইনি অবস বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : এ সমস্যাগুলো একজন মায়ের হলে তখন পরবর্তীকালে গর্ভধারণের সময় কোন বিষয়গুলো খেয়াল রাখবে?
উত্তর : এমন হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ, এই গর্ভধারণটি তো আমি নিরাপদ করতে পারি। অ্যাকটোপিক হলে জীবন বাঁচাতে পারি। তাই এসব সমস্যায় আমার উপদেশ হবে, তাঁরা সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেবেন। আর পরের গর্ভধারণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। আমরা তাঁদের চিকিৎসা করব। এর পর গর্ভধারণের জন্য চেষ্টা করব।