ঋতুস্রাবের সমস্যায় সচেতনতা জরুরি

ঋতুস্রাবে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তবে অনেকে বিষয়টিকে অবহেলা করেন। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫৭৭তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. হাসিনা আফরোজ। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের প্রসূতি ও ধাত্রী বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : একজন মেয়ে হয়তো বুঝতেই পারছে না ঋতুস্রাবের সমস্যা হচ্ছে, এটি হয়তো পুষেই রাখছে। এই বিষয়গুলোতে আপনারা কীভাবে ব্যবস্থা নেন?
উত্তর : এ রকম রোগী আমরা অনেক সময় পাই, শেষ পর্যন্ত তাদের আসতেই হয়। অনেক সময় সে বুঝতে পারে না। তার টানা হয়তো ঋতুস্রাব হচ্ছে। সে হয়তো ভাবে এটি স্বাভাবিক, এটা হতেই পারে। সে কোনো গায়ে লাগাচ্ছে না। অথবা তার ঋতুস্রাব হচ্ছেই না, দিন দিন স্থূল হয়ে যাচ্ছে। তার মুখে ব্রণ উঠছে, ঋতুস্রাবের সমস্যা হচ্ছে, সে সেটাও বুঝতে পারছে না। হয়তো দেখা যায়, তার বিয়ের সময় হলো বা বিয়েও হয়ে গেল কিন্তু সন্তান হচ্ছে না- তখন আসে আমাদের কাছে। এটা সাধারণত হয় পলিসিসটিক ওভারিয়ান রোগে। সে ক্ষেত্রে আমরা তাকে পরামর্শ দিই সন্তান নিয়ে নেওয়ার জন্য। তাকে কিছু হরমোন দিয়ে ঋতুস্রাব নিয়মিত করি। ওভুলেশন ইনডাকশন করা হয়, যাতে সে সন্তান নিতে পারে। এমনও রোগী অনেক পাওয়া যায়, তার ঋতুস্রাব হতে হতে তীব্র রক্তস্বল্পতা দেখা দেয়। সে হয়তো বুঝতেই পারছে না, তার সমস্যা হচ্ছে। এই জন্য নিজেকে আসলে সচেতন হতে হবে। এ কারণে লেখাপড়া শেখা দরকার, অন্তত নিজের ও পরিবারের লোকদের স্বাস্থ্যের জন্য।