সূচকের উত্থান, ৫৭ শতাংশ কোম্পানির দর বেড়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে আজ বুধবারের (২১ মে) লেনদেন শেষ হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ছয় দশমিক ২৭ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া ৫৭ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। আগের কর্মদিবস মঙ্গলবারের তুলনায় আজ বাজারে মূলধন বেড়েছে। এদিন লেনদেন বেড়ে হয়েছে ৩২৬ কোটি টাকা।
ডিএসইতে আজ লেনদেন শুরুর প্রথম ৫০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ২৩ পয়েন্ট। বেলা বাড়ার পর উত্থান গতি কমে আসে। লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স উত্থান হয়েছে ছয় দশমিক ২৭ পয়েন্ট। দিনশেষে সূচকটি বেড়ে দাঁড়ায় চার হাজার ৮০১ দশমিক ৩২ পয়েন্টে। একইসঙ্গে উত্থান হয়েছে সূচক ডিএসইএস ও ডিএস৩০। আজ ডিএসইএস সূচক দুই দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫০ দশমিক ২৪ পয়েন্টে। এদিন ডিএস৩০ সূচক এক দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৮১ দশমিক ৬৬ পয়েন্টে।
আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৯৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার। আজ বুধবার লেনদেন হয়েছে ৩২৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৫১ হাজার ১৭৬ কোটি ৫৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার মূলধন ছিল ছয় লাখ ৪৯ হাজার ৮১৬ কোটি ৮৮ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২২৭টির বা ৫৭ শতাংশ এবং কমেছে ১০৫টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬৭টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ১৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ১৭ কোটি ৯২ লাখ টাকা, বিচ হ্যাচারির ১২ কোটি ৯২ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১০ কোটি ৩৬ লাখ টাকা, সিটি ব্যাংকের আট কোটি ৭৩ লাখ টাকা এবং স্কয়ার ফার্মার ছয় কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ দর কমার শীর্ষে উঠে এসেছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ছয় দশমিক ৫০ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ।