হামজা পুরো উপমহাদেশের জন্য ইতিবাচক

গত এক সপ্তাহ হামজা চৌধুরীতে বুঁদ হয়ে ছিল পুরো বাংলাদেশ। হামজার মাপের ফুটবলার কেবল বাংলাদেশেই নয়, নেই গোটা দক্ষিণ এশিয়াতে। যদি পরিধি বাড়িয়ে এশিয়ার পর্যায়ে নেওয়া হয়, সেখানেও হামজা অন্যতম সেরা। এমন একজনকে পাওয়া দেশের ফুটবলে তো বটেই, ইতিবাচক পুরো উপমহাদেশের জন্যই।
ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্ব শেষ করে আজ বুধবার (২৬ মার্চ) দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। বিমানবন্দরে জাতীয় দলের ম্যানেজার আমের খান জানান, হামজার অন্তর্ভুক্তি পুরো উপমহাদেশকে উপকৃত করবে।
আমের খান বলেন, ‘হামজার অন্তর্ভুক্তি আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। শুধু আমাদের জন্য না, হামজার আসাটা আমি মনে করি পুরো উপমহাদেশের জন্য ভালো দিক হয়েছে। এরকম মানের ফুটবলার আসলে হয়তো ভবিষ্যতে এই অঞ্চলের ফুটবলটা উন্নত হবে। ভারতেও দর্শকরা (বাংলাদেশি) হামজা হামজা বলে প্রতিধ্বনি তুলেছিল।’
দলের সঙ্গে দেশে ফিরলেও আগামীকাল ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন হামজা। পরদিন শুক্রবার ম্যাচ আছে শেফিল্ড ইউনাইটেডের। গত ১৭ই মার্চ মা, স্ত্রী, সন্তান ও ভাইসহ মোট ৯ জনকে নিয়ে বাংলাদেশে আসেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। আগামী ১০ জুন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে ফের দেশে ফেরার কথা রয়েছে তার।