পাকিস্তান সফরে কয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ?

পাকিস্তানের থমথমে পরিস্থিতির কারণে শঙ্কার মুখে পড়েছিল বাংলাদেশের এই সফর। দেশটিতে দল পাঠানো নিয়ে শুরুতে অনিশ্চয়তা তৈরি হলেও পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রাজি হয়েছে। সরকারের পক্ষ থেকেও মিলেছে সবুজ সংকেত। তবে, সিরিজের সূচি নিয়ে ছিল ধোঁয়াশা।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নির্ধারিত সময়ে শুরু হবে না, সেটি জানা গেছে আগেই। গুঞ্জন ছিল ম্যাচের সংখ্যা কমতে পারে। ক্রিকেটভিত্তিক পাকিস্তানি ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান আজ মঙ্গলবার (২০ মে) জানিয়েছে, আসন্ন সিরিজে ম্যাচ হবে তিনটি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বিসিবি সম্মত হয়েছে সিরিজে ম্যাচ সংখ্যা কমাতে। কবে থেকে ম্যাচ শুরু হবে, সেই ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পূর্ব সূচি অনুসারে, আগামী ২৫ মে প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়ানোর কথা থাকলেও সেদিন পিএসএলের ফাইনাল হওয়ায় স্বাভাবিকভাবেই তা পিছিয়েছে। পিসিবির পক্ষ থেকে বিসিবিকে ইতোমধ্যে নতুন সূচি পাঠানো হয়েছে। ২৭ অথবা ২৮ মে হতে পারে প্রথম ম্যাচ।
বাংলাদেশ দল এখন আছে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা থাকলেও গতকাল বাড়ানো হয়েছে একটি ম্যাচ। সিরিজটি এখন পরিণত হয়েছে তিন ম্যাচে। দুই ম্যাচ শেষে ১-১ এ সমতা আছে। প্রথমটি বাংলাদেশ জেতার পর দ্বিতীয়টিতে স্বাগতিক আরব আমিরাত বাংলাদেশকে হারিয়েছে ইতিহাস গড়ে।