ফুটবলে জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে শনিবার

দেশ জুড়ে তারুণ্য উৎসবের ব্যানারে শুরু হতে যাচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিযেগিতাটি। টুর্নামেন্টটি মাঠে গড়ানোর আগে লোগো উন্মোচন ও ফিকশ্চার প্রকাশনা অনুষ্ঠান হয়েছে আজ সোমবার (২৫ আগস্ট)। আগামী শনিবার থেকে শুরু হবে এই প্রতিযোগিতা।
টুর্নামেন্টটির মাধ্যমে সারা দেশে ফুটবল উন্মাদনা জাগানোই মূল লক্ষ্য বাফুফের। সিনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপের পাশাপাশি বাফুফে ছেলেদের অনূর্ধ্ব-১৭ ও মেয়েদের অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপও আয়োজন করবে।
১৮ কোটি টাকা খসড়া বাজেট ধরা হয়েছে টুর্নামেন্টটির। এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ আলাদা আলাদাভাবে ৫ কোটি করে মোট ১০ কোটি টাকা দিচ্ছে বাফুফেকে। বাজেটের বাকি ৮ কোটি টাকাও সংগ্রহ করবে বাফুফে ।
টুর্নামেন্ট আয়োজন কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি) বলেন, ‘এই টুর্নামেন্টের মধ্য দিয়ে জেলায় ফুটবল নিয়ে একটা উন্মাদনা শুরু হবে। সিনিয়রদের আসর চলা অবস্থায় বাফুফে অনূর্ধ্ব-১৭ পুরুষ ও নারী চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে। এই তিনটি আসরের সফল সমাপ্তির মধ্য দিয়ে তৃণমূল থেকে ভালো মানের প্রতিভাবান ফুটবলার বাছাই সম্ভব হবে বলে মনে করি আমরা।’
মুন্সিগঞ্জে স্বাগতিক জেলা ও জামালপুরের ম্যাচ দিয়ে ৩০ অগাস্ট শুরু হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ। যেখানে অংশ নেবে ৬৪ জেলা দল। আটটি পটে বিভক্ত করা হয়েছে জেলাগুলোকে এবং প্রতিটি পটের নামকরণ করা হয়েছে জুলাই শহীদদের নাম অনুসারে।
৬৪ জেলার মধ্যে খেলা হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের ভিত্তিতে। সেখানে জয়ী ৩২ টি দল জায়গা পাবে দ্বিতীয় পর্বে। এরপর তৃতীয় পর্বে নির্বাচিত হবে ১৬টি দল। এই ১৬ দল নিয়ে শুরু হবে নকআউট পর্ব। এরপর কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল এবং ফাইনাল।
ফাইনাল হবে জাতীয় স্টেডিয়ামে। ২৪ অথবা ২৫ নভেম্বর ঢাকায় ফাইনাল আয়োজন করতে চায় বফুফে। সেখানে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি শেখ সালমানের উপস্থিত থাকার কথা রয়েছে। ২৩-২৬ নভেম্বর বাংলাদেশ সফর করবেন তিনি। প্রতিযোগিতার লোগো উন্মোচন অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন বাফুফের সহ-সভাপতি হ্যাপী।