এশিয়া কাপে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন বুলবুল

বড় প্রত্যাশা নিয়েই টুর্নামেন্টগুলো খেলতে যায় বাংলাদেশ। যাওয়ার আগে অধিনায়কদের মুখে শোনা যায় আশার বাণী। এবারও তার ব্যতিক্রম হয়নি। এশিয়া কাপ খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দল। খেলতে যাওয়ার আগে অধিনায়ক লিটন দাস ও উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী বলেছেন, চ্যাম্পিয়ন হতেই যাচ্ছে বাংলাদেশ।
সেই লক্ষ্যে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। তার আগে আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এশিয়া কাপে তিনিও বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন।
বুলবুল বলেন, ‘আমাদের অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। এটা এমন একটা সংস্করণ, এখানে ভবিষ্যদ্বাণী করা খুব কঠিন। আমি খুবই আত্মবিশ্বাসী এই দলটা নিয়ে।’
আধুনিক টি-টোয়েন্টিতে শুধু ব্যাটিং-বোলিং নয়, জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে ফিল্ডিংও। যে কারণে প্রায় সব দলই ফিল্ডিং নিয়ে বিশেষ নজর দেয়। বুলবুলও মনে করেন ব্যাটিং কিংবা বোলিং নয়, ম্যাচের পার্থক্য গড়ে দেবে ফিল্ডিং।
বুলবুল বলেন, ‘এখানে পার্থক্য গড়ে দেবে রানিং বিটুইন দ্যা উইকেট ও ফিল্ডিং। এই সংস্করণে একই রকমের বোলিং ও ব্যাটিং সব দলই করে। কিন্তু রানিংয়ে যদি বাড়তি ১৫ রান করতে পারি আমরা বা ফিল্ডিংয়ে আমরা যদি আর ১০টা রান বাঁচাতে পারি, এই ২৫টি রান হবে নির্ধারক ব্যাপার।’
এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে পড়েছে আফগানিস্তান। নিজ দেশে সমস্যা থাকায় অনেক দিন ধরেই আফগানরা নিজেদের হোম ম্যাচগুলো খেলেন সংযুক্ত আরব আমিরাতে। ফলে বুলবুল মনে করেন, বাংলাদেশের বিপক্ষে কন্ডিশনের সুবিধা পাবে রশিদ-নবীরা।
বুলবুল বলেন, ‘তাদের হোম ভেন্যু হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। কিছুদিন আবুধাবি ছিল, এখন শারজাহ। তাদের ঘরের মাঠের বাড়তি সুবিধা তারা পেতে পারে। তারপরও আমাদের খেলোয়াড়দের যে স্কিল সেট আছে, আমি নিশ্চিত যে, তারা তাদের সর্বস্বটা দিলে ভালো করতে পারবে।’