ঢাকায় পা রাখলেন হামজা

মাত্র কয়েক ম্যাচেই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন হামজা চৌধুরী। বাংলাদেশের মাঝমাঠের খেলায় নতুন এক ছন্দ এনে দিয়েছেন এই ফুটবলার। এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হওয়ার আগে আবারও ঢাকায় এসেছেন এই প্রতিভাবান মিডফিল্ডার।
আজ সোমবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি।
আগামী ৯ অক্টোবর বৃহস্পতিবার এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮ টায়। গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন হামজা। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
হংকংয়ের বিপক্ষে ম্যাচটি লাল-সবুজ জার্সিতে হামজার চতুর্থ ম্যাচ হতে যাচ্ছে। চলতি বছর মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয় ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলারের। বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত তিন ম্যাচে এক গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়েও একটি গোল করিয়েছেন তিনি।
হামজার এক দিন পর আগামীকাল মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে দলের সঙ্গে যোগ দেবেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে খেলা শমিত সোম। হংকংয়ের বিপক্ষে প্রথম লেগের আগে হামজা তিন দিন ও শমিত মাত্র এক দিন জাতীয় দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পাবেন।
এদিকে ১৪ অক্টোবর হংকংয়ের মাঠে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। এশিয়ান কাপ বাছাইয়ে দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে গ্রুপের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে হংকং। শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। পয়েন্ট ও গোল পার্থক্য হংকংয়ের সমান হলেও একটি বেশি গোল করায় তারা এগিয়ে রয়েছে। বাংলাদেশের সমান ১ পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে টেবিলের তলানিতে রয়েছে ভারত।