পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলা হলে দায়ী থাকবে যুক্তরাষ্ট্র : ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তার দেশের পারমাণবিক স্থাপনায় যদি কোনো ইসরায়েলি হামলার ঘটনা ঘটে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রকেই ওই হামলার জন্য দায়ী করা হবে। ইসরায়েল ইরানে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে- মার্কিন গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পর এই মন্তব্য করলেন আরাগচি। খবর এএফপির।
ওমানের মধ্যস্থতায় ইতালির রোমে আগামীকাল শুক্রবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে পঞ্চম দফার আলোচনা শুরুর আগে আব্বাস আরাগচির এই মন্তব্য প্রকাশিত হলো। আজ বৃহস্পতিবার (২২ মে) প্রকাশিত জাতিসংঘের ওই চিঠিতে তিনি বলেন, ইসরায়েলের মাধ্যমে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনায় যদি কোনো আক্রমণের ঘটনা ঘটে তবে ধরে নেওয়া হবে যুক্তরাষ্ট্র সরকার তাতে সংশ্লিষ্ট এবং এর নৈতিক দায় তাদের ওপরই পড়বে।
আরাগচি আরও বলেন, ইরান খুব শক্তভাবে ইহুদিবাদী শাসকদের যে কোনো দুঃসাহসিক তৎপরতার বিরুদ্ধে সতর্ক করে দিচ্ছে এবং তাদের যে কোনো হুমকি ও বেআইনি তৎপরতার সমুচিত জবাব দেবে।

মার্কিন গণমাধ্যম সিএনএন গত মঙ্গলবার এক প্রতিবেদনে জানায়, ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে।
এদিকে, গত ১২ এপ্রিল পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা শুরু হয়। ২০১৮ সালে ইরান ও বিশ্বের প্রধান শক্তিধর দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর এটাই প্রথম মার্কিন-ইরান সরাসরি আলোচনার ঘটনা। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এই উদ্যোগ নেওয়া হয়।
ইরানের চিরশত্রু ইসরায়েল এই আলোচনা শুরু হওয়ার পর থেকেই দেশটির পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিয়ে আসছে।
বৃহস্পতিবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের মুখপাত্র আলি মোহাম্মদ নিয়ানি ইসরায়েলের হামলা হলে তার দেশ ভয়ঙ্কর ও বিধ্বংসী জবাব দেবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন।