বেলুচিস্তানে যাত্রীবাহী বাসে হামলায় নিহত ৩, আহত ৭

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কালাতে যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের হামলায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত সাতজন। বুধবার (১৬ জুলাই) প্রদেশের সরকারি মুখপাত্র এই খবর নিশ্চিত করেছেন। খবর ডনের।
প্রাদেশিক সরকারের মুখপাত্র শহীদ রিন্দ এক বিবৃতিতে জানিয়েছেন, করাচি থেকে কোয়েটা যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। কালাতের নেমারঘ এলাকায় পৌঁছালে বাসটিতে গুলি চালানো হয়। এতে তিনজন যাত্রী নিহত এবং সাতজন আহত হন। আহতদের দ্রুত কালাত জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রিন্দ আরও জানান, খবর পেয়েই নিরাপত্তা বাহিনী, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যায়। নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। হামলাকারীদের ধরতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে শহীদ রিন্দ বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, সন্ত্রাসীরা ওৎ পেতে বসেছিল। তারা বাসটি থামিয়ে হামলা চালায়। কতজন সন্ত্রাসী ছিল তা নিশ্চিত করা যায়নি। তবে রাস্তার দুপাশ থেকে হামলা চালানো হয়েছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি নিহতদের প্রতি সমবেদনা জানান এবং ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ (বেলুচিস্তানের সন্ত্রাসী সংগঠনগুলোকে বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়) নামক সন্ত্রাসী গোষ্ঠীর বেসামরিক নাগরিকদের ওপর হামলাকে ‘কাপুরুষোচিত কাজ’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই সন্ত্রাসীরা নিরীহ মানুষকে নিশানা করে অরাজকতা সৃষ্টির জঘন্য ষড়যন্ত্র করছে।

মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এবং জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকও এই হামলার নিন্দা জানিয়েছেন। তারা এই ঘটনাকে মানবতার বিরুদ্ধে শত্রুতার নিকৃষ্টতম উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। একইসঙ্গে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।