অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারাতে পারেন ফ্রান্সের বাইরু

বাজেট নিয়ে বিরোধীদের সঙ্গে তীব্র রাজনৈতিক সংঘাতের মুখে ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু পদ হারাতে পারেন। আগামী ৮ সেপ্টেম্বর তিনি পার্লামেন্টে আস্থা ভোটের মুখোমুখি হচ্ছেন, যা ফরাসি সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আজ রোবার (৩১ আগস্ট) এই খবর জানায় বার্তা সংস্থা এএফপি।
প্রধানমন্ত্রী বাইরু প্রায় ৪৪ বিলিয়ন ইউরো সাশ্রয়ের লক্ষ্যে একটি ব্যয় সংকোচনের বাজেট প্রস্তাব করেছেন। তবে এই বাজেটে ছুটির সংখ্যা কমানোর মতো পদক্ষেপগুলো জনগণের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছে। একটি জনমত জরিপে দেখা গেছে, ১০ জনের মধ্যে ৭ জন ফরাসি নাগরিক চান তিনি আস্থা ভোটে হেরে যান।
সমাজতান্ত্রিক দলের নেতা অলিভিয়ের ফরে সরাসরি জানিয়েছেন, তার দল বাইরুর সরকারের বিরুদ্ধে ভোট দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, তার এখন বিদায় বলা উচিত। আমাদের নেওয়া এই সিদ্ধান্ত অপরিবর্তনীয়। এখন কেবল তার বিদায় বলার অপেক্ষায় আছি।
শুধু সমাজতান্ত্রিক দলই নয়, কট্টর ডানপন্থি থেকে শুরু করে কট্টর বামপন্থী সব দলই এই বাজেটের বিরোধিতা করছে।

এই রাজনৈতিক সংকট মূলত গত গ্রীষ্মে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আগাম নির্বাচনের সিদ্ধান্তের ফল। সেই নির্বাচনের পর থেকে পার্লামেন্টে কোনো দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নেই। যার কারণে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে।
যদিও ম্যাক্রোঁ প্রধানমন্ত্রী বাইরুকে সমর্থন দিয়েছেন। তবে বাইরু যদি আস্থা ভোটে হেরে যান তাহলে ফ্রান্সে একটি দীর্ঘ রাজনৈতিক ও আর্থিক অস্থিতিশীলতার নতুন অধ্যায় শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে