নওগাঁয় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নওগাঁয় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে পত্নীতলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। আজ শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে নজিপুর বাসস্ট্যান্ড গোল চত্বরের সামনে এ মানববন্ধন করা হয়।
এর আগে বুধবার মহাদেবপুর উপজেলার সাব-রেজিস্ট্রার অফিস ও দলিল লেখক সমিতির অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহের সময় ডিবিস নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক এ কে সাজু সন্ত্রাসী হামলার শিকার হন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত দুদিন থেকে মহাদেবপুর সাব-রেজিস্ট্রার অফিসে রাত ১১টা পর্যন্ত জমি রেজিস্ট্রি হচ্ছে এমন খবর পায় সাংবাদিক সাজু। পরে বুধবার বিকেলে সাব-রেজিস্ট্রার অফিসের বাইরে রাস্তায় দাঁড়িয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলছিলেন তিনি। এ সময় অফিসের ভেতরে জমি রেজিস্ট্রি নিয়ে দলিল দাতা গ্রহীতাদের মধ্যে মারধর শুরু হয়। সেই মারধরের ভিডিও ধারণ করার সময় একজন ভিডিও ধারণ করতে বাধা দেয়। তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে থানার লোক বলেন। কোনো ভিডিও করা যাবে না বলে নিষেধ করে। কেন ভিডিও করা যাবে না এ কথা বলার সঙ্গে সঙ্গে সাংবাদিকের শাটের কলার ধরে ধাক্কা দিয়ে সাব রেজিস্ট্রি অফিসের ভেতরে নিয়ে যায়। সেখানে গেট লাগিয়ে দিয়ে প্রায় ১৫ থেকে ২০ জন এলোপাতাড়ি মারধর করে। এ সময় সাংবাদিক সাজুর কাছে থাকা ক্যামেরা ও মোবাইল ফোন, ইয়ার ফোন ও ডিবিসি টেলিভিশনের পরিচয় পত্র (আইডি কার্ড) ছিনিয়ে নিয়ে আটক করে রাখে। পরবর্তীতে সাংবাদিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন এনটিভি অনলাইন (পত্নীতলা-ধামইরহাট) উপজেলা প্রতিনিধি রবিউল ইসলাম, দৈনিক সংগ্রামের উপজেলা প্রতিনিধি মিলন চৌধুরী, বাংলাদেশ টুডে উপজেলা প্রতিনিধি শাহরিয়ার পল্লব, দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক সরজমিন বার্তা উপজেলা প্রতিনিধি মোকছেদুল ইসলাম, দৈনিক ভোরের আকাশ উপজেলা প্রতিনিধি কাওছার হাবিব, এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি বুলবুল আহম্মেদ বুলু, প্রতিদিনের সংবাদ বদলগাছী উপজেলা প্রতিনিধি সৈকত হোসেন, দৈনিক স্বদেশ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি মাহমুদুন্নবী, কালের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মাহফুজ, শহিদুল ইসলাম, উজ্জল হোসেন।