জরায়ুমুখের ক্যানসারের লক্ষণ কী?

জরায়ুমুখের ক্যানসার বেশ প্রচলিত একটি রোগ। জরায়ুমুখের ক্যানসার প্রাথমিক অবস্থায় ধরা পড়লে সহজে চিকিৎসা করা যায়। তাই লক্ষণগুলো জানা প্রয়োজন। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৪৬৬তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা.আফরোজা খানম।বর্তমানে তিনি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের গাইনি অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : একজন রোগী ক্যানসারে আক্রান্ত হলে তার কী কী সমস্যা হতে পারে?
উত্তর : উপসর্গ যেগুলো আমরা প্রায়ই একেবারে অনিয়মিত ঋতুস্রাব নিয়ে তারা আসে। মাসিক ছাড়াও যখন তখন তার রক্তপাত হচ্ছে। স্বামী স্ত্রী মেলামেশার পর দেখা যায় তাদের রক্ত যাচ্ছে। ভীষণ সাদা স্রাব যাচ্ছে। এই বিষয়ে অভিযোগ করে অনেকেই। এমনি সাদাস্রাব নিয়ে আমরা অতটা দুশ্চিন্তা করতে বলি না, সাদাস্রাব যখন অতিরিক্ত পরিমাণে যাবে। তার সাথে রক্ত মিশে থাকবে, তার সাথে গন্ধ থাকবে, মাসিক যেমনভাবে হয়, তেমনভাবে সাদাস্রাব অতিরিক্ত যাবে, সেগুলো হলে অবশ্যই সে চিকিৎসকের কাছে যাবে।
ধরুন একজন বয়স্ক মহিলা যার মাসিক শেষ হয়ে গেছে, আবার নতুন করে তার মাসিক শুরু হয়ে গেল, অথবা তার ভীষণ পানির মতো সাদাস্রাব যাচ্ছে, দুর্গন্ধযুক্ত- এগুলো হলে অবশ্যই সে চিকিৎসকের কাছে যাবে। তবে এগুলো তো হয় একদম শেষে গিয়ে। প্রাথমিক অবস্থায় কিন্তু অনেক সময় কোনো পরিবর্তনই থাকে না। তাই যেহেতু জরায়ুমুখের ক্যানসারটা পুরো ক্যানসারে আসতে সময় লাগে ১০ থেকে ১২ বছর এবং আগে যেহেতু ধরা যায়, সেজন্য আমার মনে হয় চেকআপ জরুরি।