খারাপ খেললে সমালোচনাটা প্রাপ্য : সিমন্স

ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফেভারিট হিসেবেই মাঠে নামবে বাংলাদেশ। শেষ দুই সিরিজ বিবেচনায় লিটন-রিশাদদের সাম্প্রতিক পারফরম্যান্সও খুব ভালো। কিন্তু প্রতিপক্ষকে কোনভাবেই খাটো করে দেখছেন না বাংলাদেশ কোচ ফিল সিমন্স। এছাড়া হারলেও যে সমালোচনাটা প্রাপ্য সেটি মনে করিয়ে দিলেন তিনি। প্রথম টি-টোয়েন্টির আগে আজ শুক্রবার (২৯ আগস্ট) সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানালেন সিমন্স।
এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে এই সিরজে হারলে সমালোচনার ভয় তো রয়েছেই। তবে বিষয়টি নিয়ে একদম উদ্বিগ্ন নন সিমন্স। তিনি মনে করেন খারাপ খেললে সমালোচনাটা প্রাপ্য, সেটা ছোট দল হোক আর বড় দল। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও আমাদের সমালোচনা হবে। যে কারণে নিচের দিকে কোনো দলের বিপক্ষে হারলে সমালোচনাটা খুব খারাপ কিছু নয়। যে দিনটিতে আমরা খারাপ খেলছি, সেদিন সমালোচনাই প্রাপ্য। কোনো দলের বিপক্ষে হার নিয়ে আমরা ভাবি না। আমাদের ভাবনায় থাকে আমরা কীভাবে খেলছি এবং খেলার মান কেমন।’
বাংলাদেশের চেয়ে পরিসংখ্যানেও পিছিয়ে ডাচরা। তবে আন্তর্জাতিক ম্যাচে অংশ নেওয়ার আগে কোনো প্রতিপক্ষকেই ছোট করে দেখছেন না সিমন্স। তিনি বলেন, ‘আমরা তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে যাচ্ছি। আন্তর্জাতিক ম্যাচ মানে আন্তর্জাতিক দলের বিপক্ষে খেলা। শেষ দুটি বিশ্বকাপে খেলেছে তারা। বিশ্বকাপে ভালো করেছে। এখন বিশ্ব ক্রিকেটে কোনো দলকেই খাটো করে দেখার সুযোগ নেই। সবাই ভালো খেলছে, সবাই জেতার জন্য খেলে। আমাদেরকেও সেটাই করতে হবে।’
এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নিতেই এই সিরিজ খেলছে বাংলাদেশ। তবে বাংলাদেশ কোচের ভাবনায় আপাতত এই সিরিজ, যেখানে জয় পাওয়াটাই লক্ষ্য। সিমন্স বলেন, ‘এশিয়া কাপ নিয়ে আমি ভাবছি না। এশিয়া কাপ আসবে এটির পরে। এটি আন্তর্জাতিক দলের বিপক্ষে একটি সিরিজ। আমাদের মনোযোগ এখন এই সিরিজে।’
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল (৩০ আগস্ট) প্রথম টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডেসের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা থেকে।