মাঝের ওভারগুলোতে ধীর ব্যাটিংয়ের ব্যাখ্যা দিলেন লিটন

হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নিজেদের প্রথম ম্যাচে ৭ উইকেটের জয় পেয়েছে লিটন দাসের দল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক জানালেন, টুর্নামেন্টের প্রথম ম্যাচটা জেতাটা গুরুত্বপূর্ণ।
লিটন বলেন, ‘অবশ্যই, টুর্নামেন্টের প্রথম ম্যাচটা জেতাটা গুরুত্বপূর্ণ। শেষ কয়েকটা সিরিজ আমরা ভালো খেলেছি। কিন্ত এটা এশিয়া কাপ, এখানে এমনিতেই চাপ চলে আসে। আমরা আজ ভালো ক্রিকেট খেলেছি।’
এশিয়া কাপের গ্রুপ অব ডেথ বলা চলে ‘বি’ গ্রুপকে। যেখানে সুপার ফোরে খেলতে হলে মেলাতে হতে পারে কঠিন সমীকরণ। সেই সমীকরণ মেলানোর জন্য সবগুলো দলেরই লক্ষ্য হংকং ম্যাচ। সেখানে বাংলাদেশ বেশ কষ্টের জয়ই পেয়েছে। লক্ষ্য তাড়ায় নেমে বেশ মন্থরভাবে শুরু করেছিলেন লিটন দাস আর তাওহিদ হৃদয়।
এমন ব্যাটিং নিয়ে লিটন বলেন, ‘মিডল ওভারের দিকে উইকেট স্লো হয়ে আসছিল। যে কারণে প্রতিটি বল মারা সহজ ছিল না। এছাড়া বাউন্ডারিও অনেক বড় ছিল, আপনাকে সিঙ্গেল বা ডাবল নিয়ে খেলতে হবে।’
বোলিংয়েও বাংলাদেশ খুব একটা ভালো করতে পারেনি। আফগানিস্তানের সঙ্গে একশ পার করতে না পারা হংকং এদিন প্রায় দেড়শ ছুঁয়েছিল। তবে বোলারদের পক্ষেই কথা বললেন লিটন।
অধিনায়ক লিটন বলেন, ‘শেষ কয়েক বছর ধরেই আমাদের পেস বোলাররা অনেক ভালো করছিল। আমরা একজন লেগ স্পিনার খুঁজছিলাম, সেই জায়গায় রিশাদ ভালো করছে।’