ভারতে নির্মাণাধীন রেলসেতু ধসে ২২ শ্রমিক নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/08/23/33ta9r4-highres.jpg)
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত এলাকায় নির্মাণাধীন রেল সেতু ধসে ২২ শ্রমিক নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও চারজনের প্রাণ যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতরা সবাই ওই রেলসেতুটির নির্মাণ কাজ করছিল বলে জানা গেছে।
আজ বুধবার (২৩ আগস্ট) মিজোরামের রাজধানী আইজাওয়াল থেকে ২০ কিলোমিটার দূরে সাইরাং শহরের মিয়ানমার সীমান্তে এ দুর্ঘটনা ঘটে।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2023/08/23/bhaart-in-1.jpg)
মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা দুর্ঘটনাস্থলের একটি ভিডিও শেয়ার করেছেন। ওই ভিডিও ফুটেজে দেখা যায়, উঁচু কয়েকটি কলামের নিচে ধাতব ফ্রেম ভেঙে পড়ে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জোরামথাঙ্গা লেখেন, ‘এই দুর্ঘটনায় আমি ভীষণ ব্যথিত। তবে, ধন্যবাদ তাদের যারা উদ্ধার অভিযানে অংশ নিতে সেখানে রয়েছে।’
ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য মতে, ৪০ জন শ্রমিক দুর্ঘটনার সময় সেখানে কাজ করছিল। রেলওয়ে বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ধ্বংসাবশেষ থেকে ২২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও চারজন নিখোঁজ রয়েছে। এই দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সেতু ধসের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুঃখ প্রকাশ করেছেন। উদ্ধার অভিযান চলছে ও ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। দুর্ঘটনায় নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে দুই হাজার ৪০০ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মোদি।