তিথি ও বীথির পছন্দ একজন, কী করবে ফাহিম
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/03/19/onuvobe_tumi.jpg)
জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে শনিবার (১৯ মার্চ) রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক ‘অনুভবে তুমি’।
মনসুর রহমান চঞ্চলের রচনায় নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সারোয়ার হোসাইন। কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও মুমতাহিনা চৌধুরী টয়া। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সঞ্জীব আহমেদ, দিলু মজুমদার, রিশা চৌধুরী, এ বি এম সাইদুল হক প্রমুখ।
নাটকের গল্প এমন—মধ্যবিত্ত পরিবারের সন্তান ফহিম হাসান বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে। হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ হয়ে গেলে টিউশন এবং একটি চাকরি পাওয়ার আশায় গ্রামে না গিয়ে শহরেই থাকতে চায়। মেসে থাকার মতো আর্থিক সঙ্গতি না থাকায় বাবার বন্ধু শিল্পপতি কায়সার আহমেদের বাসায় থাকার জন্য যায়। কায়সার আহমেদ নিতান্ত ব্যবসায়ী হলেও ফাহিম আর তার বাবার প্রতি প্রচণ্ড কৃতজ্ঞ। তাই ফহিমকে তার বাসায় সাদরে থাকার ব্যবস্থা করেন।
কায়সার আহমেদের দুই মেয়ে তিথি ও বীথি। বড় মেয়ে তিথি প্রথমে তাদের বাসায় ফাহিমকে স্বাগত জানাতে পারে না। ফাহিমের সাথে রাস্তায় তিথির গাড়ির ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়। তিথি মনে করে ফাহিম তার বাবার কাছে অ্যাক্সিডেন্টের জন্য কমপ্লেইন করতে এসেছে। অন্যদিকে, তিথিদের বাসার কেয়ারটেকার হাসু ফহিমকে খুনি ও ভয়ঙ্কর লোক মনে করে আজব কাজকর্ম করতে থাকে।
কায়সার আহমেদের ছোট মেয়ে বীথি ফাহিমের সঙ্গে মেশে এবং ফাহিমের গান শুনে তাকে পছন্দ করতে শুরু করে। তিথিও ধীরে ধীরে বুঝতে পারে হয়তো জীবনের সাথে যুদ্ধ করতে করতে ফাহিমের আচরণ কিছুটা রূঢ় হয়েছে। ফাহিমের প্রতি তিথির ভালোলাগা বাড়তে থাকে। কায়সার আহমেদ বড় মেয়ের ভালোলাগা বুঝতে পেরে ফাহিমকে নিজের জামাই করার জন্য বন্ধুর কাছে প্রস্তাব দেন। বাকি গল্প জানতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।