পারভেজের অভিষেক, ফিরলেন মাহমুদউল্লাহ-নাসুম

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে তিন পরিবর্তন নিয়ে লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে পারভেজ হোসেন ইমনের। এ ছাড়াও একাদশে ফিরেছেন মাহমুদউল্লাহ ও নাসুম আহমেদ।
নুরুল হাসান সোহানের চোটের কারণে একটি পরিবর্তন আসা অনুমিতই ছিল। তাঁর বদলে একাদশে এসেছেন মাহমুদউল্লাহ। গত দুই ম্যাচে ওপেনিংয়ে সুযোগ পেয়েছিলেন মুনিম শাহরিয়ার। কিন্তু একটিতেও ভালো করতে পারেননি তিনি। তাঁর বদলে অভিষেক হলো পারভেজ হোসেন ইমনের।
আর স্পিন শক্তি বাড়াতে বাঁহাতি পেসার শরিফুল ইসলামের জায়গায় একাদশে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে ফিরিয়েছে বাংলাদেশ।
অন্যদিকে একাদশে তিনটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়েও। অভিষেক হয়েছে লেগ স্পিনার জন মাসারার। এ ছাড়া একাদশে ফিরছেন পেসার ভিক্টর নিয়াউচি ও পেস বোলিং অলরাউন্ডার. ব্র্যাড ইভান্স। বাদ পড়েছেন ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা ও টানাকা চিভাঙ্গা।
হারারের স্পোর্টস ক্লাব মাঠে এই ম্যাচটিতেও টস জিতেছে জিম্বাবুয়ে। নেতৃত্বের প্রথম ম্যাচের টস হেরে গেলেন মোসাদ্দেক হোসেন সৈকত। তাই এই ম্যাচেও আগে ফিল্ডিং করতে হচ্ছে বাংলাদেশকে।
সিরিজের প্রথম ম্যাচে এলোমেলো বোলিংয়ে ধাক্কা খায় বাংলাদেশ। ১৭ রানের পরাজয় নিয়ে শুরু হয়ে এই সফর। কিন্তু দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়ানোর গল্প লেখে বাংলাদেশ। ব্যাটে-বলের দাপটে স্বাগতিকদের পাত্তাই দেয়নি বাংলাদেশ। এই ছন্দ ধরে রেখে এবার সিরিজ জিততে মুখিয়ে আছে লাল সবুজের দল।
বাংলাদেশ দল: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, এনামুল হক, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান।
জিম্বাবুয়ে দল: রেজিস চাকাভা, ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, ওয়েসলি মাধেভেরে, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, জন মাসারা, লুক জঙ্গুয়ে, ভিক্টর নিয়াউচি, ব্র্যাড ইভান্স।