বিপিএলের ফিক্সিং নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

দেশের ক্রিকেট পাড়ার ‘টক অব দ্যা টপিক’ এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) স্পট ফিক্সিং ইস্যু। বিপিএলের গত আসরের ফিক্সিং তদন্তে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছে বিসিবি। সেই কমিটি প্রাথমিক প্রতিবেদন তৈরি করেছে। যেখানে উঠে এসেছে বিপিএরের ফিক্সিং ইস্যু বেশ কিছু তথ্য। সেটি নিয়ে এবার কথা বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) এক অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেন আমিনুল ইসলাম। তিনি জানান, এখন পর্যন্ত কোনো প্রতিবেদন হাতে পাননি। প্রতিবেদন হাতে পেলে সিদ্ধান্ত নিবে বোর্ড।
বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের কাছে এখনও পর্যন্ত কোনো প্রতিবেদন আসেনি। সামনের সপ্তাহে প্রতিবেদন আসার কথা রয়েছে। আসার পর আমরা সিদ্ধান্ত নেব। আমাদের ছেলে-মেয়েরা যারা ক্রিকেট খেলে, সেই খেলাটাকে রক্ষা করার জন্য আমরা অ্যালেক্স মার্শালকে নিয়ে শতভাগ শৃঙ্খলা রক্ষার চেষ্টা করব।’
দেশের সব ক্রিকেটারদের দুর্নীতি বিষয়ে শেখানোর কথা জানান আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘সেটা আমাদের প্রধান লক্ষ্য (দুর্নীতি বিষয়ে শেখানো)। চার্টারে ক্রিকেট ইনটিগ্রেটি এডুকেশন রাখা হয়েছে, সারাদেশে যারা ক্রিকেট খেলে এবং খেলার সঙ্গে যারা যুক্ত থাকেন, তাদের এডুকেশনের জন্য এটা করা হয়েছে। তারা তখন জানতে পারবেন বাংলাদেশের আইন, ইসলামিক আইন, ধর্মীয় আইন ও মূল্যবোধ সম্পর্কে। সবমিলিয়ে আমরা চেষ্টা করব এই খেলাটাকে আরও কীভাবে সুন্দর করে রক্ষা করা যায়।’