ভারতকে হারানোর হুঙ্কার পাকিস্তানি ক্রিকেটারের

ভারত-পাকিস্তান এখন আর দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় না। এক যুগ ধরে কেবল বৈশ্বিক আসরেই দেখা মেলে প্রতিদ্বন্দ্বিতার। সাম্প্রতিক দিনগুলোতে ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা বাড়িয়েছে ঝাঁঝ। এমন অবস্থায় পাকিস্তানি তারকা হারিস রউফ জানালেন, এশিয়া কাপে ভারতকে দুই ম্যাচেই হারাতে চান তারা।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে রউফ বলেন, ‘আল্লাহ চাইলে দুটো ম্যাচই আমরা জিতব।’
আসন্ন এশিয়া কাপে একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। ‘এ’ গ্রুপের ম্যাচে দুদল মুখোমুখি হবে ১৪ সেপ্টেম্বর। দুবা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। গ্রুপ পর্ব শেষে সুপার ফোরে মুখোমুখি হবে দুদল। গ্রুপ পর্বে কোনো অঘটন না ঘটলে ভারত ও পাকিস্তান নিশ্চিতভাবেই উঠবে সুপার ফোরে।
এদিকে দুই দেশের রাজনৈতিক বৈরিতায় এক যুগেরও বেশি সময় কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলে না ভারত-পাকিস্তান। সেটি হওয়ার সব সম্ভাবনাও শেষ করে দিয়েছে ভারত। এক বিবৃতিতে দেশটির ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না তারা। সেটি যেকোনো ইভেন্টে। শুধু বহুজাতিক টুর্নামেন্টে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।
ভারতের এমন সিদ্ধান্তের পর কঠোর বার্তা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। তার বার্তা স্পষ্ট, এখন ভারতের সঙ্গে কোনো অনুরোধ ভিত্তিক আলোচনা হবে না। যা হবে, তা দুই দেশের সমান অধিকার নিশ্চিত করে। চোখে চোখ রেখে আলোচনা হবে।