গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। এর ফলে এই উপত্যকাটিতে দখলদার ইসরায়েলের অব্যাহত হামলায় নিহতের মোট সংখ্যা ৫০ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার (৩ এপিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ১৩৮ জন, যার ফলে গত অক্টোবর থেকে চলা ইসরায়েলি আগ্রাসনে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৪ হাজার ৭৭৬ জনে।
বিবৃতিতে আরও বলা হয়, “অনেক হতাহত এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন, কিন্তু উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।”
চলতি বছরের ১৮ মার্চ বর্বর ইসরায়েলি বাহিনী গাজার ওপর নতুন করে বিমান হামলা শুরু করে। এরপর থেকে এখন পর্যন্ত এক হাজার ১৬৩ জন ফিলিস্তিনি নিহত এবং দুই হাজার ৭০০ জনের বেশি আহত হয়েছেন। অথচ জানুয়ারিতে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হয়েছিল।
এদিকে, গত নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
এছাড়া, ইসরায়েলের বিরুদ্ধে গাজার ওপর পরিচালিত আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলা চলছে।